রেজাউল করিম রোমেল
নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে
এগিয়ে যাচ্ছে দেশ।
নব্য তরুণ সমাজের হাতে দেশ আজ।
থাকবে না মারামারি, হানাহানি,
খুন, ধর্ষণ, লুতরাজ।
থাকবে না ঘুষ, দুর্নীতি।
বেকার সমস্যা দূর হবে।
মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে প্রচুর।
আজ নতুন স্বপ্নে বিভোর
এদেশের মানুষ ও সমাজ।
সম্ভাবনাময় আমার প্রিয় মাতৃভূমির সম্ভবনার
দাঁড় উন্মোচিত হোক, এই প্রত্যাশায়…