আইটি: দেশের সফটওয়্যার বাজারে উন্মোচন করা হয় আন্তর্জাতিক মানের সফটওয়্যার ‘ম্যানেজেরিয়াম’ ইআরপি সেবা। ইআরপি সেবা ‘ম্যানেজেরিয়াম’ নিয়ে এলো আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আইবস লিমিটেড। নতুন এই আন্তর্জাতিক মানের সফটওয়্যারে মিলবে সব ধরনের বিসনেস সলিউশন বা ইআরপি সেবা। স¤প্রতি আকিজ হাউজে আয়োজন করা হয় ‘ম্যানেজেরিয়াম কমিউনিটি লঞ্চ’ অনুষ্ঠানের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও শেখ জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান এ কে জোয়াদ্দার, আইবস লিমিটেডের সিইও জায়েদ বিন রশিদ। এ সময় বিভিন্ন সিএ ফার্ম এবং কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ইআরপি সেবা ‘ম্যানেজেরিয়াম’ সফটওয়্যারের মাধ্যমে বিদেশি সফটওয়্যারের ওপর নির্ভরতা কমে আসছে। ফলে সাশ্রয় হচ্ছে বিপুল পরিমাণ অর্থ এবং বৃদ্ধি পাচ্ছে কর্মসংস্থানও। ম্যানেজেরিয়াম ছাড়াও আকিজ আইবস’র অন্যান্য সফটওয়্যারের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পিপলডেস্ক ও প্রাইমভ্যাট।
https://www.kaabait.com