• বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৯:০৭

ধ্যানে বসতে হিমালয়ে ছুটলেন দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত

প্রতিনিধি: / ৪১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২ জুন, ২০২৪

বিনোদন: হিমালয়ে পৌঁছেছেন দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত। প্রতি বছর প্রায় ১৫ দিনের জন্য হিমালয়ে ভ্রমণ করেন এই অভিনেতা। চলতি বছরও তার সেই শিডিওলের ব্যতিক্রম ঘটেনি। সংযুক্ত আরব আমিরাত সফরের পর রজনীকান্ত এখন হিমালয়ে পৌঁছেছেন। সামাজিক মাধ্যমে পাহাড়ের মাঝে দাঁড়িয়ে থাকা রজনীকান্তের একটি ছবি ভাইরাল হয়েছে। ধারনা করা হচ্ছে, অভিনেতা তার আধ্যাত্মিক সফরের সেরা সময় কাটাচ্ছেন। হিমালয়ের শীতল বাতাস এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মনোরম পরিবেশ দেখে তিনি ভীষণ খুশি। দুবাই থেকে ফিরে আসার পর রজনীকান্ত হিমালয়ে তাঁর আধ্যাত্মিক জার্নি শুরু করেন। এর আগে গত শুক্রবার, রজনীকান্ত উত্তরাখ-ে পৌঁছেছিলেন এবং ভক্তদের সঙ্গে তার ছবি ও ভিডিওগুলি শেয়ার করেছেন। গায়ে জড়ানো শাল এবং মাথায় পাগড়িতে দেখা গেছে অভিনেতাকে। সাদা কুর্তা পরিহিত রজনীকান্তকে আধ্যাত্মিক রূপে দেখে ভক্তরাও বেশ উচ্ছ্বসিত। ভারতীয় একাধিক প্রতিবেদন অনুসারে, অভিনেতা বরাবরই মহাবতার বাবাজির একজন ভক্ত। তার ২০০২ সালের তামিল চলচ্চিত্র ‘বাবা’ হিট হওয়ার পর থেকে তিনি বাবার প্রতি আরো বেশি নিবেদিত থাকছেন। তার আধ্যাত্মিকতার কারণে তিনি প্রতি বছর হিমালয়ে তীর্থযাত্রা করেন। সেই সময় তিনি ধ্যানেও মগ্ন থাকেন। বর্তমানে রজনীকান্ত তার আসন্ন চলচ্চিত্র ‘টিজে’র মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। চলতি বছরের অক্টোবরে মুক্তি পেতে চলেছে সিনেমাটি। প্রাথমিকভাবে এর নাম ছিল ‘থালাইভা ১৭০’। এতে অমিতাভ বচ্চন, ফাহাদ ফাসিল, মঞ্জু ওয়ারিয়র, রানা দাগ্গুবাতি, দুশারা বিজয়ন এবং ঋতিকা সিং-এর মতো তারকারা রয়েছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com