• শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০২:২৬

ধূলা নিয়ে খেলা করে বায়ু

প্রতিনিধি: / ৭৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

মোশতাক আল মেহেদী

ধূলা নিয়ে খেলা করে বায়ু
তাকে ছোটবেলা মনে করে দেখি
আঁকিবুকি ছায়া এলোমেলো
বালক বালিকা সব চখা চখি!
কত নাম বুকে রাখে মাটি
ছেলেবেলা মেয়েবেলা সব
বিকেলের খেলা এসে ডাকে
মাঠখানি মনে রাখে কলরব!


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com