প্রায় দুই কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক (উন্নয়ন ও নিয়ন্ত্রণ-২) মোবারক হোসেন ও তার স্ত্রী সাহানা পারভীনের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (০৩ জুলাই) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলাটি করেন।
সাবেক আইজিপি বেনজীর আহমেদ এবং এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমানের পরিবারের সম্পত্তির অনুসন্ধানের মধ্যে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে এ মামলা করা হলো।
দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে মোবারক হোসেন ৪১ লাখ টাকার সম্পদের বৈধ উৎস দেখাতে পারেনি। এ ছাড়া তার স্ত্রী সাহানা পারভীনের নামে ১ কোটি ৫৮ লাখ টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক।
সংস্থাটি বলছে, রাজউক পরিচালক মোবারক হোসেন তার অবৈধ সম্পদ গোপন করতেই স্ত্রীর নামে সম্পদ তৈরি করেছেন।
https://www.kaabait.com