বিনোদন: আর মাত্র এক মাস বাকি। আগামী মাসেই সন্তানের জন্ম দেবেন দীপিকা পাড়ুকোন। প্রথম থেকেই তাঁর অন্তঃসত্তা হওয়া নিয়ে চলছে বিতর্ক। এবার আরও এক বিতর্কে নাম জড়াল তাঁর ও রণবীর সিংয়ের। জন্মের আগে সন্তানের লিঙ্গ নির্ধারণ এ দেশে বেআইনি। আর মাত্র এক মাস বাকি। আগামী মাসেই সন্তানের জন্ম দেবেন দীপিকা পাড়ুকোন। প্রথম থেকেই তাঁর অন্তঃসত্তা হওয়া নিয়ে চলছে বিতর্ক। এবার আরও এক বিতর্কে নাম জড়াল তাঁর ও রণবীর সিংয়ের। জন্মের আগে সন্তানের লিঙ্গ নির্ধারণ এ দেশে বেআইনি। সে আম আদমি হোক অথবা তারকা! তবে সেই নিয়মই কি এবার লঙ্ঘন করলেন তাঁরা? উঠছে প্রশ্ন, নেপথ্যে রয়েছে এই বিশেষ কারণ। কিছু দিন আগেই এক গিফট ব্র্যান্ডের তরফে দীপিকার হবু সন্তানের জন্য কিছু উপহার পাঠানো হয়। নীল রঙের ব্যান্ড দিয়ে করা হয়েছিল প্যাকেজিং। এমনকি উপহার বাঁধাও হয়েছিল নীল রঙ দিয়েই। গোলাপি রঙের দেখা মেলেনি। এ কথা অনেকেই জানেন, সদ্যোজাতের ক্ষেত্রে লিঙ্গ বোঝাতে গোলাপি ও নীল রঙের ব্যবহার হয়। গোলাপি রঙ মানে কন্যাসন্তান আর নীল মানে পুত্রসন্তান। এমনকি যে সব দেশে লিঙ্গ নির্ধারণ বেআইনি নয়, সেই সব দেশেও ‘জেন্ডার রিভিল সেরিমনি’ অর্থাৎ ঘটা করে করা লিঙ্গ নির্ধারণের অনুষ্ঠানে ছেলে হলে নীল বেলুন ফাটানো বা নীল রঙের কেক খাওয়ার চল আছে। নেটিজেনদের একটা বড় অংশের ধারণা বিদেশে গিয়ে সন্তানের লিঙ্গ নির্ধারণ করেই এসেছেন তাঁরা।
https://www.kaabait.com