• শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৪:২৫

দিল্লি ক্যাপিটালসের প্লে-অফের আশা টিকে থাকল

প্রতিনিধি: / ৪৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৮ মে, ২০২৪

স্পোর্টস: রোমাঞ্চকর ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে আইপিএলে প্লে অফের আশা বাঁচিয়ে রেখেছে দিল্লি ক্যাপিটালস। অরুন জেটলি স্টেডিয়ামে গত মঙ্গলবার আগে ব্যাট করে ৮ উইকেটে স্কোরকার্ডে ২২১ রান জমা করে দিল্লি। জবাবে ২০১ রানে অলআউট হয় রাজস্থান। মূলত দিল্লির বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জস বাটলারদের রুখে দিয়েছে দিল্লি। তাতেই ২০ রানের জয় পেয়েছে দিল্লি। ব্যাটিং স্বর্গে টস জিতে ফিল্ডিং বেছে নেন রাজস্থানের অধিনায়ক সান্জু স্যামসন। দিল্লির আলোচিত ক্রিকেটার ফ্রেজার ম্যাকগার্ক ওপেনিংয়ে নেমে খেলেন ২০ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস। অভিষেক পোরেল ৬৫ ও ট্রিস্টান স্টাবস ৪১ রান করেন। রাজস্থানের বোলারদের মধ্যে সবচেয়ে কিপটে ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ডানহাতি অভিজ্ঞ এই অফ স্পিনার ৪ ওভারে ২৪ রান দিয়ে নেন ৩ উইকেট। অশ্বিন ছাড়া ৬ বোলারের ৪ জনই ৪০ এর উপরে রান দিয়েছেন। ২২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মূলত মিডল অর্ডার ও লোয়ার মিডল অর্ডারের ব্যাটারদের ব্যর্থতায় হেরেছে রাজস্থান। বোধকরি সবচেয়ে বেশি হতাশ করেছেন জস বাটলার। মাত্র ১৯ রানে ফেরেন তিনি। অধিনায়ক সান্জু একাই লড়েছেন; ৪৬ বলে ৮৬ রানের ইনিংস খেলেন তিনি। তার পাশে আরও একজন দায়িত্বশীল পার্টনার না থাকায় হারতে হয় রাজস্থানকে। ২৫ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন দিল্লির কুলদ্বীপ যাদব। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে রাজস্থান। দিল্লি অবস্থান পঞ্চম স্থানে, ১২ ম্যাচে ১২ পয়েন্ট তাদের। সংক্ষিপ্ত স্কোর
দিল্লি ক্যাপিটালস : ২২১/৮ (২০ ওভার)। রাজস্থান রয়্যালস : ২০১/৮ (২০ ওভার)। ফল : দিল্লি ২০ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ : কুলদ্বীপ যাদব।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com