বিনোদন: চলতি বছরের আসছে জোকার সিনেমার সিকুয়েল ‘জোকার: ফোলি এ ডিউক্স’। সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। সিনেমাটিতে আর্থার ফ্লেক ও হার্লে কুইন চরিত্রে দেখা যাবে জোয়াকিন ফিনিক্স ও লেডি গাগাকে। তাদের রসায়নের ঝলক দেখা গেল ‘জোকার : ফোলি এ ডিউক্স’র অফিশিয়াল ট্রেলারে। ভ্যারাইটির প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি মুক্তি পেয়েছে ‘জোকার টু’র ট্রেলার। ২ মিনিট ৫০ সেকেন্ডের ট্রেলারটি প্রকাশের পরই প্রশংসা পাচ্ছে সিনেমাপ্রেমীদের। একের পর এক চমক উঠে এসেছে অল্প সময়েই। ট্রেলার দেখেই ধারণা করা যাচ্ছে যে সিনেমার বেশিরভাগ অংশের শুটিং হয়েছে আরখাম অ্যাসাইলামে, সেখানেই আর্থারের সঙ্গে হার্লে কুইনের প্রথম দেখা হয়। ট্রেলারে দেখা গেছে, জেলে শাস্তি পাওয়ার পর জোকার কারাগারে থাকলেও তার অনুরাগীরা মরতে প্রস্তুত। এই ভালোবাসার তালিকায় রয়েছে লেডি গাগা, যিনি আর্থার ফ্লেককে (জোকার) সাহায্য করেন এবং তার সঙ্গে অপরাধও করেন। পাশাপাশি ট্রেলারে দুজনের রোম্যান্সের ঝলকও দেখা গেছে। আর্থার ফ্লেকের ট্রায়ালের ঝলকও দেখা গেছে। সেই সঙ্গে ‘জোকার অ্যান্ড হার্লে শো’-এর দেখা পাওয়া যায়, যেখানে দেখা যায় আর্থার ফ্লেকের সেই ‘ম্যানিক’ ড্যান্স। এবারও জোকারকে বিধ্বংসী রূপে দেখা যাবে পর্দায়। ৪ অক্টোবর বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ‘জোকার : ফোলি এ ডিউক্স’। ২০১৯ সালে হলিউডে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘জোকার’ বক্স অফিসের আলোড়ন সৃষ্টি করেছিল। সিনেমাটি দ্বিতীয় কিস্তি ‘জোকার : ফোলি এ ডিউক্স’ যেটিকে সংক্ষেপে ‘জোকার টু’ বলা হচ্ছে।
https://www.kaabait.com