বিনোদন: মুক্তির আগে ‘তুফান’ নিয়ে যে সতর্কবার্তা এসেছিল, সেটিতে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। ছবি দেখে হলফেরত মানুষের কাছ থেকে মিলছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই বলছেন, ছবির শুরু থেকে শেষ অবধি মারামারি ছাড়া তেমন কোনো গল্প নেই। চরিত্রগুলোতেও নেই সঠিক বিন্যাস। তবে এই থমথমে পরিবেশ থেকে ‘যত গর্জে তত বর্ষে না’ প্রবাদের চ‚ড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে আরও দুই একদিন সময় লাগবে পর্যবেক্ষকদের। তার আগেই ফের মিললো শাকিব খানকে ঘিরে আরেক অন্তর্জাল মুগ্ধতা। প্রকাশ্যে এলো ‘দরদ’ ছবির টিজার। যেখানে মিলেছে অভিনেতা শাকিব খানের বেশ কয়েকটি লুক। অনুমান করা যেতে পারে, ‘তুফান’-এর নায়কোচিত ঝলক পেরিয়ে ফের অভিনেতা শাকিব খানকে পাওয়া গেছে এই টিজারের ভেতরে। অভিনয় বিচারে ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর ধারাবাহিকতা মিলেছে ‘দরদ’-এর শাকিব খানে। টিজার দেখে অনেকেই আগাম বলছেন, শাকিব খান নিজের অভিনয় জীবনে নিজেকেই ছাড়িয়ে যাবেন ‘দরদ’ দিয়ে। কারণ এতে শুধু রোমান্টিক আর অ্যাকশন অবতারেই নিজেকে দাঁড় করাননি শাকিব, পাওয়া গেছে তার নানামাত্রিক চরিত্রের লুক আর সংলাপ। বলিউড অভিনেত্রী সোনাল চৌহানের সঙ্গে রোমান্স দিয়ে টিজার শুরু হলেও কেউ আন্দাজ করতে পারেনি এরপর কত রূপে ধরা দেবেন অভিনেতা শাকিব। ‘দরদ’ পরিচালনা করেছেন অনন্য মামুন। ঈদের দিন (১৭ জুন) সন্ধ্যায় টিজার প্রকাশ করে নির্মাতা বলেন, ‘যাদের হার্ট দুর্বল, তারা দয়া করে দরদের টিজার দেখবেন না। থামবে ঝড়, আসবে বৃষ্টি-‘দরদ’ই হবে নতুন ইতিহাসের সৃষ্টি।’ জানান দিলেন, ‘তুফান’ থেমে যাবে দ্রæত, নামবে বৃষ্টি; সৃষ্টি হবে নতুন ইতিহাস।টিজার প্রকাশ করার আগে সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা অনন্য মামুন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পাবে ‘দরদ’। সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটিবেঁধে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান। সিনেমাটির শুটিং হয়েছে ভারতের বারানসি ও এলাহাবাদে। শাকিব-সোনাল ছাড়াও অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া, জেসিয়া ইসলাম প্রমুখ। জানা গেছে, ‘দরদ’ মুক্তি পাচ্ছে দ্রæতই।
https://www.kaabait.com