আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার নির্বাচনে প্রায় ৬০ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) পার্টি এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুসারে ৪২ দশমিক ৩ শতাংশ ভোট নিয়ে এগিয়ে রয়েছে। গতকাল শুক্রবার দেশটির নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে। এখন পর্যন্ত প্রাপ্ত ভোটের ২৩ দশমিক ৪ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দ্য ডেমোক্রেটিক অ্যালায়েন্স (ডিএ)। এদিকে ১১ দশমিক ৮ শতাংশ ভোট নিয়ে সাবেক প্রেসিডেন্ট জুমার উমখোান্তো উইসিজওয়ে (এমকে) তৃতীয় স্থানে রয়েছে। ৯ দশমিক ৫৫ শতাংশ ভোট নিয়ে চতুর্থ অস্থানে রয়েছে কট্টর বামপন্থী দল ইকোনমিক ফ্রিডম ফাইটার (ইএফএফ)। ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের সমাপ্তি হয়। সেই বছর নেলসন ম্যান্ডেলা দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হওয়ার পর থেকে প্রতিটি নির্বাচনে এএনসি জয়লাভ করেছে। ১৯৯৪ সালে নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে তার দল এএনসি ৬২ দশমিক ৫ শতাংশ ভোট নিয়ে জয়লাভ করেছিল। ১৯৯৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ ৩০ বছর যাবৎ ক্ষমতায় আছে এএনসি। প্রতি পাঁচ বছর অন্তর অন্তর দক্ষিণ আফ্রিকায় নির্বাচন হয়। সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৯ সালে। তখন রামাফোসার নেতৃত্বে ৫৭ দশমিক ৫ শতাংশ ভোট নিয়ে জয়লাভ করেছিল এএনসি। এবারের নির্বাচনে এখন পর্যন্ত ভোট গণনায় এএনসি এগিয়ে থাকলেও সরকার গঠনের জন্য দলটির সংখ্যাগরিষ্ঠতার ঘাটতি রয়েছে। সরকার গঠন করতে হলে এ দলকে মোট ভোটের ৫০ শতাংশ ভোট বা ২০১ টি আসন পেতে হবে। আর যদি তা অর্জন করতে না পারে সেক্ষেত্রে অন্যান্য দলের সঙ্গে মিলে জোট সরকার গঠনের জন্য চুক্তি করতে হবে এএনসিকে। গত পাঁচটি নির্বাচনে বিরোধীদল ডিএ দ্বিতীয় হয়ে আসছে। আশা করা হচ্ছে, রোববার আগে এ নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। সূত্র : আলজাজিরা
https://www.kaabait.com