সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়ঃ পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার তিরনই হাটে সীমান্ত হত্যা বন্ধে গনমিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।
” ভারত বাংলাদেশের উপর আগ্রাসী ভূমিকায় আছে”। তাদের আগ্রাসনের মাধ্যমে বাংলাদেশকে তারা লুটপাট করছে।আমরা সকল ধরনের আগ্রাসনের প্রতিবাদ জানাই।
এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) কেন্দ্রীয় সহ সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান। শনিবার (১১ মে) বিকালে তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট এলাকায় সীমান্ত হত্যা বন্ধের দাবীতে গণমিছিল বের হওয়ার আগে এসব কথা বলেন তিনি। যারা আগ্রাসন করছে সেটা ইসরায়েল হোক,আর ভারত হোক, আমরা আমাদের মতো প্রতিবাদ জানিয়ে যাবো। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানকে বিতারিত করেছিল। যদি প্রয়োজন হয় আবারো যুদ্ধ করে ভারতকে বিতারিত করব।
পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার তিরনই হাটে সীমান্ত হত্যা বন্ধে গনমিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। গনমিছিলে রাশেদ প্রধান বলেন, শুধু পঞ্চগড় না বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভারতের বিএসএফ গুলি করে মানুষ হত্যা করছে। অন্যায় ভাবে বিনা বিচারে মানুষ হত্যা করতে পারেন না। আজকে খারাপ মানুষ হত্যা হতে পারে, আগামীতে একটা ভাল মানুষ হত্যা হতে পারে।অতএব কথাবার্তা পরিস্কার অন্যায়ভাবে কোন হত্যা চাইনা, কোন হত্যা দেখতে চাইনা।
বক্তব্য শেষ করে,গণমিছিল নিয়ে তিরনইহাট থেকে সীমান্ত এলাকা খয়খাট পাড়ার দিকে যাওয়ার চেষ্টা করলে, বাংলাবান্ধা ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল খালেক ও রমজানের নেতৃত্বে কিছু লোকজন লাঠিসোঁটা নিয়ে গনমিছিলে হামলা চালায়। এসময় পুলিশ গনমিছিল করতে বাঁধা দেয়। এতে বাংলাবান্ধা-তেঁতুলিয়া মহাসড়কে বক্তব্য দিয়ে শেষ করে গণমিছিল।
জেলা জাগপার সভাপতি বীরমুক্তিযোদ্ধা আনছার আলী,সাধারন সম্পাদক শাহরিয়ার বিপ্লবসহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।