বিদেশ : যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায় হামাস যোদ্ধাদের বিরুদ্ধে চলমান ইসরায়েলি অভিযানে মানবিক সাহায্যপণ্য সরবরাহ বাধাহীন না করা পর্যন্ত দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছে তুরস্ক। খবর এএফপি। গত বৃহস্পতিবার তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসরায়েল থেকে সব ধরনের আমদানি ও রপ্তানি বন্ধ থাকবে। গাজায় বাধাহীনভাবে মানবিক সাহায্যপণ্য সরবরাহের জন্য ইসরায়েলি সরকার ব্যবস্থা না নেওয়া পর্যন্ত এই নতুন সিদ্ধান্ত কার্যকর থাকবে। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ গত বৃহস্পতিবার দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি ভাঙার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে দায়ী করেছেন। গত এপ্রিলে ইসরায়েলে রপ্তানি বিধিনিষেধ আরোপের পর তুরস্কের এটি সা¤প্রতিক পদক্ষেপ। ইহুদি রাষ্ট্রটিকে স্বীকৃতি দেওয়া হাতেগোনা কয়েকটি মুসলিম দেশের মধ্যে তুরস্কও রয়েছে। গত বছরের ৭ অক্টোবরের পর থেকে হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর গাজা উপত্যকায় দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। ইসরায়েলের ক্রমাগত হামলার মুখে জাতিসংঘের সাহায্য সংস্থাগুলো গাজায় দুর্ভিক্ষের বিষয়ে সতর্ক করে আসছে।
https://www.kaabait.com