• শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৪:৩০

তুমি বলেছিলে

প্রতিনিধি: / ৩৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৭ মে, ২০২৪

জিয়া সাঈদ
উড়ে গেলে
ফিরে আসে পোষা পাখি
কাছের মানুষ
দূরে গেলেই দূরের হয় নাকি ‘
– তুমি বলেছিলে
অথচ তোমার দূরত্বে
দূরে শব্দটাই ঘুরেফিরে
নীল করে আমার নির্জন
আমার জানালায় শুধু
ভোকাট্টা ঘুড়ির দৃশ্য
টেবিলে ঠান্ডা চা, সাদা পাতা
অথচ তুমি বলেছিলে….


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com