• বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩০

তবু সাধ তবু মায়া

প্রতিনিধি: / ৩৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

জিয়া সাঈদ
ঘুম ভেঙে গেলে
ঘুম আসে না আর আগের মতো
ক্ষয়কাল এসে ছেঁকে ধরে
খেদ খুঁত ভ্রান্তিগুলি
ফুঁড়ে ফুঁড়ে ওঠে অন্ধকারে
তবু প্রতিরাত্রেই আবার
আরেকটি ভোর,
আরো একটি ধুম দুপুর –
স্নেহসন্ধ্যা ডাকে
মন বলে – চলো, পাড়ি দেই
চলো টান লাগা ঘাটে যাই –
পিঁড়ি পাতা দাওয়ায়….


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com