বাগেরহাট প্রতিনিধি : রাজধানী ঢাকার মিরনজিল্লা হরিজন কলোনীর বাসিন্দাসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উচ্ছেদ প্রক্রিয়া,ভূমি দখলের অবসান এবং নির্যাতন-নিপীড়ন অবিলম্বে বন্ধের দাবীতে ১৩ জুলাই (শনিবার) বিকালে বাগেরহাট প্রেসক্লাব চত্তরে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ বাগেরহাট জেলা, পৌর ও উপজেলা শাখার আয়োজনে বিশাল এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে জেলা,পৌর ও উপজেলা শাখার নেতৃবৃন্দ ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, আইনজীবী, অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তাদের প্রতিনিধি দলসহ হরিজন সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
জেলা শাখার সদস্য সচিব প্রদীপ বসু সন্তু তার সংক্ষিপ্ত বক্তব্যে, অনতিবিলম্বে সংখ্যালঘুদের ওপর অত্যাচার-নিপীড়ন বন্ধে প্রশাসনকে সজাগ থাকার আহবান জানান। পৌর কমিটির সদস্য সচিব কল্লোল সরকার তার বক্তব্যে, সংখ্যালঘু হরিজন সম্প্রদায়কে বিকল্প আবাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ রাখাবার জন্য সরকারের প্রতি আহবান জানান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শাখার আহবায়ক স্বপন কুমার বসু, মোহন লাল হালদার, এ্যাড. সম্বর কুমার সম্ভু, লিটন সরকার,এ্যাড. ঝর্না রানী হালদার, লিটন সাহা, শিশির কুমার সাহা, বিকাশ চন্দ্র দাস প্রমূখ।
https://www.kaabait.com