• শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩৩
সর্বশেষ :
বাগেরহাটে দুইদিন ব্যাপী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী বাগেরহাটে পরীক্ষার প্রশ্নপত্রে বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক বলার প্রতিবাদে ছাত্র সমাজের বিক্ষোভ বার্ড ফ্লুর প্রকোপে ডিম বিক্রি সীমিত যুক্তরাষ্ট্রে, বেড়ে গেছে চুরি কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের গোলাগুলি জনপ্রিয় শপিং মলে বিস্ফোরণে তাইওয়ানে নিহত কমপক্ষে ৫ ইসরাইলের গাজায় ‘জাহান্নামের সব দরজা’ খুলে দেয়ার হুমকি ট্রাম্প সৌদি আরবে পুতিনের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্পকে এক কোটি ডলার ক্ষতিপূরণ মাস্কের ক্যালিফোর্নিয়া কিনে নিতে ডেনমার্কের পক্ষে অনলাইনে আবেদন! মন্ত্রণালয়ে আত্মঘাতী হামলা,আফগানিস্তানে হতাহত ৪

ঢাকায় ব্যাংক আমানতের ৬২ শতাংশ

প্রতিনিধি: / ১৪০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

অর্থনীতি: ব্যাংক খাতের মোট আমানতের অর্ধেকের বেশি রয়েছে ঢাকায়। ক্ষুদ্র সঞ্চয় থেকে মেয়াদি আমানত সব মিলিয়ে দেশের মধ্যে ঢাকার আশপাশে নেই অন্য কোনো বিভাগ। আর সবচেয়ে কম আমানত রয়েছে বরিশাল বিভাগে। ঋণ বিতরণও বেশি হচ্ছে রাজধানীতেই। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ এক প্রতিবেদনে এসব তথ্য ওঠে গেছে। প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের মার্চ শেষে ব্যাংক খাতে মোট আমানত ছিল ১৭ লাখ ৬২ হাজার ৩০৩ কোটি টাকা। এর মধ্যে শুধু ঢাকা বিভাগেই আমানতের অঙ্ক ১০ লাখ ৭৮ হাজার ৫৬১ কোটি টাকা, যা মোট আমানতের ৬২ দশমিক ২০ শতাংশ। ঋণেও এগিয়ে রাজধানী। মার্চ শেষে ব্যাংক খাতে মোট বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ লাখ ৬১ হাজার ২২৭ কোটি টাকা। এর মধ্যে শুধু ঢাকাতেই বিতরণ হয়েছে ১০ লাখ ৬১ হাজার ৪৫৫ কোটি টাকার ঋণ। সংশ্লিষ্টরা বলছেন, দেশের বেশির ভাগ মানুষ ঢাকাকেন্দ্রিক জীবনযাপন করতে চায়। তারা গ্রামের উপার্জন দিয়ে শহরে সঞ্চয় করে। ফলে রাজধানীতেই বাড়ছে আমানত। অর্থনীতিবিদরা বলছেন, এখন ঢাকার বাইরেও অনেক উৎপাদন এবং উন্নয়ন কর্মকাÐ হচ্ছে; কিন্তু সবাই চায় ঢাকায় বিনিয়োগ ও সঞ্চয় করতে। তবে সঞ্চয়, আয় বৈষম্য, দারিদ্র্যসীমার নিচের সংখ্যা সবকিছুতেই বঞ্চিত উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। ব্যবসায়ীরা বিভিন্ন জেলায় কলকারখানা ও ব্যবসা করলেও ঋণ নিয়েছেন রাজধানীর ব্যাংকের শাখাগুলো থেকে। কারণ, ঢাকায় সহজেই বড় অঙ্কের ঋণ পাওয়া যায়। অর্থনীতিবিদরা বলছেন, ঢাকার বাইরের শহরগুলোয় যোগাযোগব্যবস্থার অভ‚তপূর্ব উন্নয়ন হলেও পর্যাপ্ত শিল্প কারখানা গড়ে উঠছে না। ফলে মানুষ রাজধানীকেন্দ্রিকই থেকে যাচ্ছে। সবচেয়ে কম আমানত ময়মনসিংহ বিভাগে। বিভাগ হিসেবে ঢাকার ব্যাংকের শাখাগুলোতে মোট আমানত এসেছে ১০ লাখ ৭৮ হাজার ৫৬১ কোটি টাকা, যা দেশের মোট আমানতের ৬২ শতাংশের বেশি। এই আমানতের শুধু ঢাকা জেলারই ৯ লাখ ১৪ হাজার ৩৯৯ কোটি টাকা। এ ছাড়া নারায়ণগঞ্জে ৩৫ হাজার ৯৮৫ কোটি টাকা, গাজীপুরে ৩২ হাজার ২৯৩ কোটি টাকা। এর পরে রয়েছে চট্টগ্রাম বিভাগ। সেখানে আমানতের পরিমাণ ৩ লাখ ৭২ হাজার ৭৬৫ কোটি টাকা, যা মোট আমানতের ২১ দশমিক ১৫ শতাংশ। এর মধ্যে চট্টগ্রাম জেলায় রয়েছে ২ লাখ ৪০ হাজার ৬৩৭ কোটি টাকার আমানত। নোয়াখালীতে ১৯ হাজার ৪৪৯ কোটি টাকা, ব্রাহ্মণবাড়িয়ায় ১৬ হাজার ৩৪১ কোটি, ফেনীতে ১৬ হাজার ২ কোটি ও চাঁদপুরে ১৪ হাজার ১৬৯ কোটি টাকা আমানত রয়েছে। খুলনা বিভাগে আমানতের অঙ্ক ৭৪ হাজার ১১০ কোটি টাকা। এ ছাড়া রাজশাহী বিভাগে ৭০ হাজার ৪৩৫ কোটি, সিলেটে ৬৯ হাজার ৯৯৬ কোটি, রংপুরে ৩৪ হাজার ৩১৮ কোটি, বরিশালে ৩৩ হাজার ৫৯২ কোটি ও ময়মনসিংহে ২৮ হাজার ৫২৫ কোটি টাকার আমানত রয়েছে। অর্থাৎ আমানতের দিক দিয়ে সবচেয়ে পিছিয়ে ময়মনসিংহ বিভাগ। আমানতের মতো ঋণ বিতরণেও ঢাকা এগিয়ে। এই বিভাগে দেশের ব্যাংক-ব্যবস্থার মোট ঋণের ৬৮ শতাংশ বিতরণ করা হয়েছে, পরিমাণ ১০ লাখ ৬১ হাজার ৪৫৫ কোটি টাকা। শুধু ঢাকা জেলাতেই বিতরণ করা হয়েছে ৯ লাখ ৮৩ হাজার ৬৩৯ কোটি টাকা ঋণ। এ ছাড়া নারায়ণগঞ্জে ২২ হাজার ৫১৫ কোটি, গাজীপুরে ১৫ হাজার ৫০৫ কোটি, নরসিংদীতে ৭ হাজার ৯৫২ কোটি ও টাঙ্গাইলে ৬ হাজার ৮৮২ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। ঋণ বিতরণে ঢাকার পরেই রয়েছে চট্টগ্রাম বিভাগ। এখানে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান থাকলেও ঋণ সেভাবে বাড়েনি। চট্টগ্রামে মোট বিতরণকৃত ঋণের পরিমাণ ২ লাখ ৭৭ হাজার ৬৫ কোটি টাকা। এর মধ্যে শুধু চট্টগ্রাম জেলাতেই দেওয়া হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৪৮ কোটি টাকার ঋণ। পরের অবস্থান রাজশাহীর। এই বিভাগে মোট বিতরণকৃত ঋণের অঙ্ক ৬৩ হাজার ৩৯৩ কোটি টাকা। এ ছাড়া খুলনা বিভাগে ৬০ হাজার ৭১৪ কোটি, রংপুরে ৩৮ হাজার ৯৩৩ কোটি, ময়মনসিংহে ২১ হাজার ৮১ কোটি, সিলেটে ১৯ হাজার ৬৮৭ কোটি ও বরিশালে ১৮ হাজার ৮৯৬ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। অর্থাৎ ঋণ বিতরণে সবচেয়ে পিছিয়ে বরিশাল বিভাগ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com