স্পোর্টস: অলিম্পিকে দলগত ১০০ মিটার ফ্রি স্টাইল রিলে সাঁতারে বরাবর যুক্তরাষ্ট্রেরই আধিপত্য। ১৪ বারের মধ্যে ১০বারই এই ইভেন্টে বিজয়ী হয়েছে তারা। প্যারিসে এই ইভেন্ট দিয়েই জিতেছে প্রথম সোনা। যার নেতৃত্বে ছিলেন ২৭ বছর বয়সী কেলেব ড্রেসেল। তার সোনা জয়ী দলটিতে ছিলেন জ্যাক অ্যালেক্সি, ক্রিস গুইলিয়ানো ও হান্টার আর্মস্টং। ড্রেসেল ছিলেন দলটির অ্যাঙ্কর। ফিনিশিং লাইন পার করেছেন তিনি-ই। সোনা জিততে ৩ মিনিট ৯.২৮ সেকেন্ড সময় নিয়েছে তাদের দল। তার পর অস্ট্রেলিয়া ৩ মিনিট ১০.৩৫ সেকেন্ড সময় নিয়ে জিতেছে রূপা। ইতালি ৩ মিনিট ১০.৭০ সেকন্ড সময় নিয়ে জিতেছে ব্রোঞ্জ। তিন অলিম্পিকে ড্রেসেলের এটি অষ্টম সোনা। উদযাপনের সময় রীতিমত আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। চোখে ছিল অশ্রæ, ‘এটা নিয়ন্ত্রন করা যায় না। এটার ব্যাখ্যাও দেওয়া যায় না। পোডিয়ামে থেকে নিজের দেশে পতাকা উড়তে দেখা।’ তিন বছর আগে টোকিও অলিম্পিকেই ৫টি সোনা জিতেছেন ড্রেসেল। কিছু সময়ের জন্য বিরতি দিয়ে আবার কোয়ালিফাই করার জন্য যথা সময়ে খেলাটিতে ফিরেছেন। সতীর্থ গুইলিয়ানো ও অ্যালেক্সির প্রথম সোনার পদক হওয়ায় তাদের এভাবেই প্রশংসা করেন তিনি, ‘প্রথম সোনা জয়ের পর আমি মনে করতে পারি তখনকার অনুভ‚তি। মানে পুরোপুরি হারিয়ে গিয়েছিলাম। এটা কেউ কেড়ে নিতে পারে না।’
https://www.kaabait.com