আবু-হানিফ,বাগেরহাট অফিসঃ অস্বাস্থ্যকর, অনিরাপদ এবং ফুডগ্রেড বিহীন ড্রামের ভোজ্যতেল বাজারজাত বন্ধে
সরকারী নিষেধাজ্ঞা বাস্তবায়নের দাবীতে বাগেরহাটে মানব বন্ধন অনুষ্ঠিত হযেছে।
সোমবার দুপুরে বাগেরহাট কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)
বাগেরহাট জেলা কমিটির উদ্যোগে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের
সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বাগেরহাটের জেলা প্রশাসক
মোহা: খালিদ হোসেন এর নিটক স্মারকলিপি প্রদান করা হয়।
বাগেরহাট জেলা ক্যাব’র সভাপতি বাবুল সরদার এর সভাপতিত্বে ঘন্টা ব্যাপী এ
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী
পরিচালক আব্দুল্লাহ আল ইমরান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নজমুস সুলতানা
সীমা, ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আখতারুজ্জামান বাচ্চু, টিআইবির
সচেতন নাগরিক কমিটি বাগেরহাটের সভাপতি এ্যাড: রামকৃষ্ণ বসু,
খানজাহান আলী ডিগ্ধসঢ়;্রী কলেজের অধ্যক্ষ খন্দকার আসিফ উদ্দিন রাখি, জেলা
ক্যাবের সাধারন সম্পাদক অরিনদম দেবনাথ, জেলা পূজা উদজাপন পরিষদের সভাপতি
নিলয় কুমার ভদ্র, সম্পাদক মধুসুধন দাম, চেম্বার অব কমার্সের পরিচালক পারভেজ
তরফদার, লেখক ও অনুবাদক মোর্শেদুর রহমান সাগর, বøাড বাগেরহাটের সম্পাদক
জাহিদুল ইসলাম জাদু, আওয়ামীলীগ নেতা আবুল কালাম, সুশান্ত কুমার দাস
সাহেব, উন্নয়ন কর্মী স্বপন বসু, প্রফেসর হেমায়েত হোসেন, শিক্ষক শিরিন
সুলতানা, এ্যাড: শিরিন আক্তার, এ্যাড: অরবিন্দ কুমার সাহা, মো: কামরুজ্জামান,
সোহেল রানা বাবু, বাচ্চু মল্লিক, কামরুজ্জামান মুকুল, দেবাশীষ ঘোষ বাবু
প্রমুখ।
বক্তারা বলেন, আইন অনুযায়ী অনিরাপদ প্যাকেজিং অর্থাৎ ফুডগ্রেড নয় এমন
উপকরণে তৈরী প্যাকেজিং-এ ভৈজ্যতেল বাজারজাতকরণ দন্ডনীয় অপরাধ। তার পরেও
প্রকাশ্যে অস্বাস্থ্যকর, অনিরাপদ এবং ফুডগ্রেড বিহীন ড্রামের ভোজ্যতেল
বাজারজাতকরণ করা হচ্ছে। আমাদেরদেশে বাল্ক বা’ খোলা ভোজ্যতেল সরবরাহের জন্য
যে ড্রামগুলি ব্যবহার করা হয় তা প্রাথমিকভাবে রাসায়নিক বা’ কেমিক্যাল দ্রব্য
সংরক্ষণ ও বাজারজাতকরণের জন্য ব্যবহার করা হয়। এই পুরাতন ড্রামগুলি শুধু সাবান
পানি দিয়ে ধুঁয়ে বাল্ক বা’ খোলা ভোজ্যতেল সরবরাহ ও বাজারজাত করা হচ্ছে। এই
ড্রামগুলো ননফুড গ্রেড মানের নয়।
ফলে জনস্বাস্থ্য মারত্মক হুমকীর মুখে পড়ছে। হার্ট এ্যাটাক, যকৃত, কিডনীসহ
অসংক্রামক রোগে মানুষ আক্রান্ত হচ্ছেন। সু-স্বাস্থ্য নিশ্চিতে সরকারের লক্ষ্য
বাধাগ্রস্থ হচ্ছে। এ অবস্থায় জনস্বাস্থ্যবিদ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী,
নীতিনির্ধারক, সুশীল সমাজ, গণমাধ্যম কর্মী, উন্নয়ন সহযোগীসহ
সংশ্লিষ্ট সকলকে সমন্বিত উদ্যোগে একসাথে কাজ করতে হবে
https://www.kaabait.com