• শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৫
সর্বশেষ :
বাগেরহাটে দুইদিন ব্যাপী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী বাগেরহাটে পরীক্ষার প্রশ্নপত্রে বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক বলার প্রতিবাদে ছাত্র সমাজের বিক্ষোভ বার্ড ফ্লুর প্রকোপে ডিম বিক্রি সীমিত যুক্তরাষ্ট্রে, বেড়ে গেছে চুরি কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের গোলাগুলি জনপ্রিয় শপিং মলে বিস্ফোরণে তাইওয়ানে নিহত কমপক্ষে ৫ ইসরাইলের গাজায় ‘জাহান্নামের সব দরজা’ খুলে দেয়ার হুমকি ট্রাম্প সৌদি আরবে পুতিনের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্পকে এক কোটি ডলার ক্ষতিপূরণ মাস্কের ক্যালিফোর্নিয়া কিনে নিতে ডেনমার্কের পক্ষে অনলাইনে আবেদন! মন্ত্রণালয়ে আত্মঘাতী হামলা,আফগানিস্তানে হতাহত ৪

ট্রেনে ধর্ষণ: আরেকজন গ্রেপ্তার

প্রতিনিধি: / ৯৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

সিলেট থেকে চট্টগ্রাম আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনে তরুণীকে ধর্ষণের অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। এসএ করপোরেশনের কর্মচারী আবদুর রউফ রাসেলকে (২৮) বৃহস্পতিবার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে ধর্ষণকান্ডে  চার জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। অন্যদিকে উদয়ন একপ্রেস ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এসএ করপোরেশনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। রেলওয়ে পুলিশের চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী বলেন, “ঘটনার পরপর তিন জনকে গ্রেপ্তার করা হলেও রাসেল পালিয়ে নোয়াখালী চলে গিয়েছিল। “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।” গত মঙ্গলবার রাতে সিলেট থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনের খাবারের বগিতে এক তরুণী ধর্ষণের শিকার হন বলে অভিযোগ উঠেছে। গত বুধবার সকালে ট্রেনটি চট্টগ্রামে পৌঁছানোর পর ওই তরুণী জিআরপি পুলিশকে অভিযোগের পর ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এসএ করপোরেশনের তিন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। চট্টগ্রাম জিআরপি থানার ওসি এসএম শহীদুল ইসলাম বলেন, “ওই তরুণী সিলেট স্টেশন থেকে ট্রেনে উঠেছিলেন চট্টগ্রামে আসার জন্য। পথিমধ্যে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন।” এ ঘটনায় ওই তরুণী চার জনকে অভিযুক্ত করে জিআরপি থানায় মামলা করেছেন বলে জানান ওসি।
এসএ করপোরেশনের কার্যক্রম স্থগিত
চার কর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পর উদয়ন এক্সপ্রেস ট্রেন এসএ করপোরেশনের খাবার সরবরাহ স্থগিত করার নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। পূর্ব রেলের সহকারী চিফ অ্যাসিসট্যান্ট কমার্শিয়াল ম্যানেজার মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী বলেন, “যেহেতু একটা অভিযোগ উঠেছে, সেটার তদন্ত প্রয়োজন। তাই প্রতিবেদন না আসা পর্যন্ত উদয়ন এক্সপ্রেস ট্রেনে এসএ করপোরেশনের কার্যক্রম স্থগিত করা হয়েছে।” পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com