বিদেশ : ঘুষ দিয়ে একজন পর্ণ তারকার মুখ বন্ধ করার অভিযোগে ফৌজদারি বিচারের মুখোমুখি হচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সোমবার তার বিচার শুরু হওয়ার কথা। কিন্তু ট্রাম্প বিচার পেছানোর জন্য সব রকম চেষ্টা করে চলেছেন। কিছুদিন আগেই তিনি আবেদন করেছিলেন যে, প্রেসিডেন্ট হিসেবে তার সুরক্ষার বিষয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিচার কাজ বন্ধ করা হোক। কিন্তু এই মামলার বিচারক হুয়ান এম মারচান সেই আবেদন খারিজ করে দেন। বিচার প্রক্রিয়া বিলম্বের প্রচেষ্টায় ট্রাম্প এবার বিচারক মারচানকেই বদল করার আবেদন করেছেন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর) এর এক খবরে এ তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, ‘হাশ-মানি’ মামলায় বিচার শুরুর মাত্র সপ্তাহখানেক আগেই নতুন বিচারক চাইলেন ট্রাম্প। তার আইনজীবীরা ম্যানহাটনের বিচারক মারচানের বিরুদ্ধে পক্ষপাত ও স্বার্থের সংঘাতের অভিযোগ এনে তাকে মামলা থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। কারণ তার মেয়ে একজন গণতান্ত্রিক রাজনৈতিক পরামর্শদাতা। যদিও বিচারক মারচান গত আগস্টে একই ধরনের একটি অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন। গত শুক্রবার প্রকাশ করা আদালতের নথিতে দেখা যায়, ট্রাম্পের আইনজীবীরা বলেছেন যে বিচারক মারচানের এই বিচার কার্যক্রমে সভাপতিত্ব করা অনুচিত, যখন তার মেয়ে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। বিচারক মারচান এই আবেদনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত দেননি। তিনি এ বিচার পরিচালনা করবেন নাকি সরে দাঁড়াবেন সে সিদ্ধান্ত একমাত্র তারই। যদি তিনি সরে দাঁড়ান তাহলে বিচার শুরুর সময়সূচী বিঘœ হবে। তবে ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানিয়েছে, বিচারক মারচানের সরে দাঁড়ানোর কোনো কারণ তারা দেখছেন না। অন্যদিকে স¤প্রতি এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিচারক মারচান বলেন, আমি এবং আমরা কর্মীরা সাবেক প্রেসিডেন্টের ঐতিহাসিক প্রথম বিচারের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করছি। এখানে কোনও এজেন্ডা নেই। আমরা আইন অনুসরণ করতে চাই। আমরা চাই ন্যায়বিচার হোক।
ট্রাম্পের কোম্পানির শেয়ারের দরপতন অব্যাহত
শেয়ারবাজারে অভিষেকের পর ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রæথ সোশ্যালের কোম্পানির শেয়ারের দরপতন অব্যাহত রয়েছে। শুক্রবার দাম সর্বনি¤œ পর্যায়ে নেমে আসে। সিএনএন জানিয়েছে, মূলত বিনিয়োগকারীরা ট্রাম্পের কোম্পানির শেয়ার বিপুল হারে ছেড়ে দেওয়ার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে এই কোম্পানিতে ট্রাম্পের নিজের শেয়ারমূল্য আরও প্রায় ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলার কমে গেছে। গত ২৬ মার্চ শেয়ারবাজারে লেনদেন শুরু হওয়ার পর ট্রাম্পের এই কোম্পানির শেয়ারের দাম ৭৯ দশমিক ৩৮ ডলারে উঠে গিয়েছিল।
https://www.kaabait.com