• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৯:৫৮
সর্বশেষ :
আইসিসির টেস্ট টিম অব দ্য ইয়ার ২০২৪ ঘোষণা, নেই বাংলাদেশ, পাকিস্তানের কেউই জিম্বাবুয়ের টেস্ট স্কয়াডে দুই নতুন মুখ, নেই সিকান্দার রাজা সিটির দুঃসময়ে এসি মিলানে যোগ দিলেন কাইল ওয়াকার ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি টিম অব দ্য ইয়ার ঘোষণা, নেই বাংলাদেশের কেউ বিশ্বকাপ বাছাই পর্বে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি ম্যাডিসন কিস বাহিরদিয়া গারে হেরা নূরানী ও হাফেজীয়া মাদ্রাসার সদস্য সম্মেলন ও নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন  জার্মান নাগরিকের সমুদ্রের নিচে ১২০ দিন অবস্থান করে বিশ্ব রেকর্ড হামাস চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিলো বায়ুদূষণে বন্ধ হয়ে গেল ব্যাংককের ৩৫২ স্কুল

ট্রাম্প অর্থমন্ত্রী হিসেবে স্কট ব্যাসেন্টকে বেছে নিলেন

প্রতিনিধি: / ৩৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

বিদেশ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসন নিজের মতো করে সাজাচ্ছেন। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার প্রশাসনে অর্থ মন্ত্রণালয় সামলানোর দায়িত্ব দিয়েছেন স্কট ব্যাসেন্টকে। ৬২ বছর বয়সী ব্যাসেন্ট যুক্তরাষ্ট্রের কর নীতি, সরকারি ঋণ, আন্তর্জাতিক অর্থায়ন ও নিষেধাজ্ঞার মতো গুরুত্বপূর্ণ বিষয়াবলীতে নেতৃত্ব দেবেন। প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বিনিয়োগকারী হিসেবে সুপরিচিত ব্যাসেন্ট। তিনি একসময় জর্জ সোরোসের পক্ষে কাজ করেছিলেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার কাজের শুরু থেকেই ট্রাম্পের সমর্থক ছিলেন ব্যাসেন্ট। তিনি এবারের নির্বাচনি প্রচারের সময় ট্রাম্পের ব্যাপক প্রশংসা করেন। সেইসময় ব্যাসেন্ট ভোটারদের বলেছিলেন, নিয়ন্ত্রণমুক্ত, কম দামের জ্বালানি এবং নি¤œ করের মাধ্যমে নতুন এক সোনালী যুগের সূচনা করতে যাচ্ছেন ট্রাম্প। গতকাল অর্থমন্ত্রী হিসেবে স্কট ব্যাসেন্টের নাম ঘোষণা করেন ট্রাম্প। তিনি বলেন, বিশ্বের অন্যতম খ্যাতনামা আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক কৌশলবিদ হিসেবে আন্তর্জাতিক মহলে স্কট বেশ সম্মানিত। এ ছাড়া নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমেরিকার ফার্স্ট এজেন্ডার দীর্ঘদিনের একজন সমর্থক স্কট। আমার নীতিগুলো সমর্থন করার মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের অর্থনীতির প্রতিযোগিতামূলক মনোভাবকে এগিয়ে নেবেন এবং অন্যায্য বাণিজ্য ভারসাম্যহীনতা বন্ধ করবেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com