ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে বড় ব্যাবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। ২ উইকেটে ২৬ রানে চতুর্থ দিন শুরু করলেও বাকি ১২০ রান সংগ্রহ করতে বাংলাদেশ হারিয়েছে ৮ টি উইকেট। ব্যাটারদের এমন দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংকেই হারের কারণ হিসাবে কাঠগড়ায় তুললেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শেষে দলের ব্যাটিংয়ে সন্তুষ্ট নন জানিয়ে শান্ত বলেন, ‘দুই টেস্টেই আমরা ভালো ব্যাট করতে পারিনি। এই কন্ডিশনে আমাদের ভালো ব্যাট করতে হবে। যদি আমাদের ব্যাটসম্যানদের দেখেন-৩০/৪০ বল খেলেই আউট হয়ে গেছে। ব্যাটসম্যান নামার পর বড় স্কোরের জন্য খেলাটা টেস্ট ম্যাচে গুরুত্বপূর্ণ।’ প্রথম টেস্টে ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলার পর আশ্বিন ও রবীন্দ্র জাদেজার ১৯৯ রানের উদাহরণ হিসাবে টেনে শান্ত বলেন, ‘অশ্বিন-জাদেজা তখন যেভাবে ব্যাট করেছে-তারা সত্যিই দারুণ ব্যাট করেছে। বোলিং ইউনিট হিসেবে আমাদের এসব মুহূর্তে দেখতে হবে, কীভাবে উইকেট নিতে পারি। ওই জুটির কাছেই আমরা ম্যাচ হেরেছি।’ একমাত্র মুমিনুল হক ছাড়া কোনো ব্যাটার ই সুবিধা করতে পারেননি কানপুর টেস্টে। প্রথম ইনিংসে মুমিনুল খেলেন ১০৭ রানের ইনিংস। যদিও দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হন। প্রথম ইনিংসে মিরাজ ও পান ৪ উইকেট। হারের মাঝে এগুলোই কিছুটা শান্তনা। মুমিনুল ও মিরাজের প্রসংশা করে শান্ত বলেন, ‘মুমিনুল এই ইনিংসে যেভাবে ব্যাট করেছে সামনে এগিয়ে যেতে সহায়তা করবে। মিরাজ দুই ইনিংসেই ভালো বোলিং করেছে।’
https://www.kaabait.com