স্পোর্টস: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩ ম্যাচের একটি সিরিজ খেলতে গত বুধবার মধ্যরাতে দেশ ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল। দীর্ঘ ভ্রমন শেষে শুক্রবার বাংলাদেশ সময় ভোর চারটায় হিউস্টনের জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল এয়ারপোর্টে পৌঁছান নাজমুল হোসেন, মাহমুদ উল্লাহরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক সংবাদ বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে আছে বাংলাদেশ। গ্রুপ পর্বে নাজমুলদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং নেপাল। আগামী ৭ জুন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের আগে সহ আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২০, ২২ ও ২৪ জুন (স্থানীয় সময় অনুযায়ী) তিন ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। তিনটি ম্যাচই হবে হিউস্টনে। এরপর বিশ্বকাপের আগে আনুষ্ঠানিক দুটি প্রস্তুতি ম্যাচের সূচিও আছে বাংলাদেশের। যার একটি আবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে। আগামী ২৮ মে ম্যাচটি হবে ডালাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে। পরের ম্যাচটি ভারতের বিপক্ষে ১ জুন, নিউ ইয়র্কের নাসাউ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। যদিও ঘোষিত সূচিতে আপাতত কোনো ভেন্যু রাখা হয়নি, এটি পরে জানানো হবে বলে উল্লেখ করেছে আইসিসি।
https://www.kaabait.com