• বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৫

জো রুট নবমবারের মতো শীর্ষস্থানে

প্রতিনিধি: / ২৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩১ জুলাই, ২০২৪

স্পোর্টস: দানে দানে নয়বার! টেস্টের শীর্ষ ব্যাটারের জায়গাটা ফের দখলে নিলেন জো রুট। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকে হটিয়ে আইসিসির টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন ইংল্যান্ডের এই সাবেক অধিনায়ক। বুধবার (৩১ জুলাই) আইসিসি হালনাগাদকৃত র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। নতুন র‌্যাঙ্কিংয়ে টেস্ট ব্যাটারদের শীর্ষস্থানে উঠেছেন জো রুট। এতদিন শীর্ষস্থানে থাকা কেন উইলিয়ামসন নেমে গেছেন দুই নম্বরে। ২০২৩ সালের জুন মাসে সবশেষ র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন জো রুট। দীর্ঘ ১৩ মাস পর ফের শীর্ষে উঠলেন তিনি। ২০১৫ সালে প্রথমবার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন। এরপর আরও আটবার এই কীর্তি গড়েছেন তিনি। ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ের রদবদল এলেও টেস্ট বোলারদের শীর্ষ দশে নেই কোনো পরিবর্তন। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে গতির ঝড় তোলা মার্ক উড ৬ ধাপ এগিয়ে ২০ নম্বরে উঠেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাট হাতে দারুণ সময় কাটিয়েছেন রুট। ৩ ম্যাচে করেছেন ২৯১ রান। বার্মিংহামে তৃতীয় টেস্টে এক ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন রুট। সেই ইনিংসেই ৮৭ রান করে ২০ রেটিং পয়েন্ট বাড়িয়ে নিয়েছেন। তাতে তার বর্তমান রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৮৭২। দুইয়ে থাকা উইলিয়ামসন রুটের চেয়ে ১৩ পয়েন্টে পিছিয়ে। যৌথভাবে তিন নম্বরে আছেন বাবর আজম ও ড্যারেল মিচেল। পাঁচ নম্বরে আছেন স্টিভ স্মিথ। তারা সবাই এক ধাপ করে এগিয়েছেন। এদিকে আগের সপ্তাহে তিন নম্বরে থাকা হ্যারি ব্রæক চার ধাপ পিছিয়ে সাত নম্বরে নেমে গেছেন। বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের স্পিনার রবিচন্দ্র অশ্বিন। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভালো পারফরম্যান্সের জন্য মার্ক উড ছাড়াও উন্নতি করেছেন ক্যারিবীয় বোলার জেইডন সিলস ও ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন। বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা অবস্থানে আছেন তাইজুল ইসলাম। ১৬ নম্বরে আছেন তিনি। আর ব্যাটারদের মধ্যে ২৫ নম্বরে থাকা মুশফিকুর রহিমই সেরা। টেস্ট অলরাউন্ডারের সেরা পাঁচের র‌্যাঙ্কিংও অপরিবর্তিত। শীর্ষে আছেন রবীন্দ্র জাদেজা। সাকিব আল হাসান আছেন তিন নম্বরে। ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস এক ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠেছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com