• বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩১

জোলি-পিট এক ছাদের নিচে

প্রতিনিধি: / ১৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৫ আগস্ট, ২০২৪

বিনোদন: বিচ্ছেদ ও আইনি লড়াই নিয়ে বেশ কিছু সময় ধরে আলোচনায় রয়েছেন হলিউডের সাবেক তারকা দম্পতি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। একে অপরের বিরুদ্ধে আদালতে লড়ে যাচ্ছেন দুজনেই। তবে এরইমধ্যে একই হোটেলে উঠলেন এই সাবেক জুটি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, ভেনিস চলচ্চিত্র উৎসব চলাকালীন একই হোটেলে থাকবেন জোলি ও পিট। সিপ্রিয়ানির একই হোটেলে উঠবেন জোলি-পিট। দুজনেই নিজ নিজ সিনেমার প্রচারণার উদ্দেশে সেখানে যাবেন। জোলি যাচ্ছেন নিজের সিনেমা ‘মারিয়া’ প্রচার করার জন্য। অপেরা কিংবদন্তি মারিয়া ক্যালাসের জীবন কাহিনি নিয়ে বানানো হয়েছে এটি। অন্যদিকে ব্র্যাড পিট যাচ্ছেন নিজের সিনেমা ‘উলফস’ প্রচার করতে। তবে একই সময়ে ভেনিসে থাকলেও ফেস্টিভ্যালে একসঙ্গে দেখা যাবে না এই দুই জনকে। এই তারকা জুটির মধ্যে চলমান আইনি লড়াইয়ের জন্যই ফেস্টিভ্যালে তাদের সময় আলাদা রাখা হয়েছে। দীর্ঘদিন প্রেমের পর ২০১৪ সালে বিয়ের পিঁড়িতে বসেন জোলি-পিট। তবে দুই বছরের দাম্পত্য জীবন পার করতেই ২০১৬ সালে বিচ্ছেদ হয় জোলি-পিটের। বিচ্ছেদের পর থেকে আট বছর ধরে এই সাবেক জুটিকে একসঙ্গে দেখা যায় না। ৬ সন্তান নিয়ে লস এঞ্জেলসে বসবাস করেন জোলি। বিচ্ছেদের মামলা ও সম্পত্তির মামলা নিয়ে দুজনেই আদালতের শরনাপন্ন হয়েছেন। চলছে আইনি লড়াই। এরই মধ্যে জোলি-পিটের দুই সন্তান বাবার পদবী মুছে ফেলেছে নাম থেকে। শুধু মায়ের নামই নিজেদের নামের সঙ্গে রাখছেন তারা।

 

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com