বিনোদন: দেশের জনপ্রিয় দুই ব্যান্ড তারকা জেমস ও হাসান। ‘নগর বাউল’ ব্যান্ডের প্রধান জেমস, অন্যদিকে ‘আর্ক’-এর প্রধান ভোকাল ছিলেন হাসান। নব্বই দশকের শেষ ভাগ ও শূন্য দশকে দুজন সারা দেশে শো করেছেন। যেকোনো কনসার্টেই তখন জেমস ও হাসান ছিলেন অপরিহার্য। এবার লন্ডনের মঞ্চে একসঙ্গে গাইবেন দেশের ব্যান্ড জগতের এ জনপ্রিয় দুই শিল্পী। ‘কনসার্ট ফর নিউ বাংলাদেশ’ শিরোনামের কনসার্টটি হবে আগামী ২২ সেপ্টেম্বর। বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল গঠনের জন্য এই কনসার্ট। জানা গেছে, লন্ডন রয়েল এজেন্সিতে গাইবেন তারা। এর মধ্যে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর জানান, আগামী ১৯ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে জেমস ও হাসান বাংলাদেশ ছাড়বেন। আগামী ২২ সেপ্টেম্বর কনসার্টের পরের দিনই ঢাকায় ফিরবেন জেমস।
https://www.kaabait.com