স্পোর্টস: কোপা ইতালিয়ার ফাইনালে এক পা দিয়ে রাখল জুভেন্টাস। গত মঙ্গলবার রাতে সেমিফাইনালের প্রথম লেগে লাজিওকে ২-০ গোলে হারিয়েছে তারা। তুরিন স্টেডিয়ামে ম্যাচের দুটো গোলই হয়েছে বিরতির পর। একটি গোল করেছেন ফেদেরিকো চেইসা, অন্যটি আসে দুসান ভ্লাহোভিচের পা থেকে। এদিন প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবল খেলে জুভেন্টাস। সুযোগ নেয় লাজিও। এ সময় ভালো কয়েকটি আক্রমণ করে অতিথি দলটি। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। ফিনিশিং দুর্বলতা ফুটে ওঠে তাদের। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রয়ে। দ্বিতীয়ার্ধে গোলের জন্য অপেক্ষা করতে হয়নি জুভেন্টাসের। ৫০ মিনিটে স্বাগতিক দর্শকদের উচ্ছ¡াসে ভাসান চেইসা। এক গোলে পিছিয়ে থেকে সেটি আর পরিশোধ করতে পারেনি লাজিও। ১৪ মিনিট পর আরও এক গোল হজম করে তারা। এবার ব্যবধান বাড়ান ভ্লাহোভিচ। খেলার বাকি সময়ে স্কোরলাইনে আর কোনো পরিবর্তন আসেনি। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে এ প্রতিযোগিতার ১৪ বারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। ২-০ গোলের পরাজয়ে সুতোয় ঝুলে গেল লাজিওর শিরোপা স্বপ্ন। আগামী ২৩ এপ্রিল নিজেদের মাঠে শেষ চারের দ্বিতীয় লেগের ম্যাচ খেলবে তারা।
https://www.kaabait.com