বিনোদন: কয়েকদিন আগে ছবির প্রচারে গিয়ে মহাত্মা গান্ধী এবং বি আর আম্বেদকরকে নিয়ে বেফাঁস মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। এবার যৌনতা নিয়ে কথা বলে ফের নেটপাড়ার হাসির খোরাক জোগালেন শ্রীদেবী কন্যা। স¤প্রতি এক সাক্ষাৎকারে পরোক্ষভাবে শিখর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্কের কথা পরোক্ষভাবে স্বীকার করে নেন জাহ্নবী। কিন্তু ঘনিষ্ঠতার কথা উঠতেই আরেক বেফাঁস মন্তব্য করেন জাহ্নবী। স¤প্রতি সামাজিক মাধ্যম রেডিটে জাহ্নবীর সেই ভিডিওটি ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে তাকে স্ট্যান্ডআপ কমেডিয়ানের ভ‚মিকায় দেখা যাচ্ছে। এক সংবাদমাধ্যমের তরফে আয়োজিত সেই অনুষ্ঠানেই মজা করে ডেটিং নিয়ে নানান কথা বলেন। জাহ্নবীর কথায়, ‘ভালোবাসার দেবতাকে অনুরোধ, দয়া করে কোন প্রসাধনী ভালো সেসব নিয়ে কথা না বলে, জীবনে সুস্থভাবে বাঁচতে কী করা উচিত, সেটা নিয়ে কথা বলা।’ তবে প্রেমের প্রসঙ্গে স্বাভাবিকভাবেই এসে পড়ে ঘনিষ্ঠতার কথা। তখনই জাহ্নবী বলেন, ‘সম্পর্কের ক্ষেত্রে রেড ফ্ল্যাগ নয়, রেড ক্রসের কথা মাথায় রাখুন। প্রেম থাকুক, তবে ক্লিনিক্যাল বিষয়টিও যেন মাথায় থাকে। কারণ শারীরিক ঘনিষ্ঠতার সময় ত্বকের সঙ্গে ত্বকের স্পর্শে এইচপিএম (হিউম্যান প্যাপিলোমা) ভাইরাস ছড়াতে পারে। হ্যান্ডশেক বা চুমুতে সমস্যা নেই। যৌনাঙ্গের সংস্পর্শেই কিন্তু সমস্যা হয়।’ অর্থাৎ জাহ্নবী নিজের কথার মাধ্যমে ‘নিয়ন্ত্রিত যৌনতা’-র কথাই বলেছেন। তবে পুরো বার্তাটিই জাহ্নবী কাপুর মজার ছলে দিয়েছেন। কিন্তু জাহ্নবীর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই ট্রলের বন্যা বয়েছে।
https://www.kaabait.com