• রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৫:২৫
সর্বশেষ :
আইসিসির টেস্ট টিম অব দ্য ইয়ার ২০২৪ ঘোষণা, নেই বাংলাদেশ, পাকিস্তানের কেউই জিম্বাবুয়ের টেস্ট স্কয়াডে দুই নতুন মুখ, নেই সিকান্দার রাজা সিটির দুঃসময়ে এসি মিলানে যোগ দিলেন কাইল ওয়াকার ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি টিম অব দ্য ইয়ার ঘোষণা, নেই বাংলাদেশের কেউ বিশ্বকাপ বাছাই পর্বে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি ম্যাডিসন কিস বাহিরদিয়া গারে হেরা নূরানী ও হাফেজীয়া মাদ্রাসার সদস্য সম্মেলন ও নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন  জার্মান নাগরিকের সমুদ্রের নিচে ১২০ দিন অবস্থান করে বিশ্ব রেকর্ড হামাস চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিলো বায়ুদূষণে বন্ধ হয়ে গেল ব্যাংককের ৩৫২ স্কুল

জামায়াত নেতার মৃত্যুদণ্ডের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি

প্রতিনিধি: / ১২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ শুনানির জন্য আগামী ২৩ জানুয়ারি দিন ধার্য করেছেন দেশের সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ সিদ্ধান্ত দেন।

আদালতে এটিএম আজহারের রিভিউ আবেদন উপস্থাপন করেন আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক। এ সময় তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী এবং ব্যারিস্টার নাজিব মোমেন।

২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটিএম আজহারকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেন। পরবর্তী সময়ে, ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ এই মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে।

আজহারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে গণহত্যা, অপহরণ, ধর্ষণ, আটক, নির্যাতন, বাড়ি-ঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগসহ ৬টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল। এসব অভিযোগের মধ্যে ৫টি অভিযোগে তিনি মৃত্যুদণ্ড পেয়েছেন। তবে জামায়াত নেতৃত্ব এটি একটি প্রহসনের রায় বলে দাবি করেছে।

এটিএম আজহারের রিভিউ আবেদন শুনানির জন্য ২৩ জানুয়ারি তারিখ নির্ধারিত হলেও আদালতের সিদ্ধান্তের পরবর্তী বিষয়গুলোকে কেন্দ্র করে দেশব্যাপী নানা গুঞ্জন ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে। জামায়াত নেতার শাস্তি ও তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়ে চলমান আলোচনা প্রভাব ফেলছে রাজনীতিতেও।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com