• মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০১

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শন ও মতবিনিময় অনুষ্ঠিত 

প্রতিনিধি: / ২২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
oppo_2

পাইকগাছা (খুলনা)  প্রতিনিধি: পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শন ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্যের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রমের উপর মতবিনিময় অনুষ্ঠিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এ কর্মসূচীর আয়োজন করে। অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম  ও জাতীয় মৎস্য সপ্তাহের সপ্তাহব্যাপী কর্মসূচি তুলে ধরেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। মৎস্য সম্পদের উন্নয়ন ও প্রযুক্তি উদ্ভাবনে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর সাফল্য তুলে ধরেন ইনস্টিটিউট এর লোনাপানি কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদুর রহমান। শস্য মৎস্য ও প্রাণী সম্পদ খাতে কৃষি ঋণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন কৃষি ব্যাংকের ব্যবস্থাপক হাদিসুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা এ কে এম শরিফুল আলম রুবেল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাশ, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান ও পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার। বক্তব্য রাখেন মেরিন ফিশারিজ কর্মকর্তা কাওছার আহমেদ আকন, এসডিএফ কর্মকর্তা নাসিম আনসারি, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, প্রেসক্লাবের সহ সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, আলাউদ্দিন রাজা ও প্রকাশ ঘোষ বিধান।।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com