• মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১১:২৪

জাতির প্রয়োজন দৃঢ় হাত: পাকিস্তানের সেনাপ্রধান

প্রতিনিধি: / ১৪৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : পাকিস্তানিদের একটি দৃঢ় হাত প্রয়োজন বলে মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির। এ সময় পাকিস্তানকে ‘অরাজকতা এবং মেরুকরণের’ রাজনীতি থেকে সরে আসতে হবে বলেও জানিয়েছেন। পাকিস্তানে সাধারণ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল এখনও ঘোষণা করা হয়নি। এর আগেই  শনিবার এসব কথা বলেছেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।  ১৯৪৭ সালে ভারত থেকে বিভক্ত হওয়ার পর থেকে দেশটির ইতিহাসের প্রায় অর্ধেক সময়ই ক্ষমতায় ছিলেন জেনারেলরা। সামরিক বাহিনীর এক বিবৃতিতে জেনারেল সৈয়দ আসিম মুনির বলেছেন, ‘২৫ কোটি মানুষের একটি প্রগতিশীল দেশের নৈরাজ্য ও মেরুকরণের রাজনীতি উপযুক্ত নয়। এর থেকে বের হয়ে আসতে জাতির একটি দৃঢ় হাত এবং উত্তোরণের প্রয়াস দরকার।’ সামরিক বাহিনীর সমর্থনেই দেশটিতে রাজনীতিবিদ ও রাজনৈতিক দলগুলোর উত্থান এবং পতন ঘটে থাকে। চলতি বছর সামরিক বাহিনী দেশটির তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দলকে সমর্থন করছে বলে ব্যাপকভাবে বিশ্বাস করা হচ্ছে। গতকাল শনিবার বেসরকারিভাবে প্রকাশিত চ‚ড়ান্ত কয়েকটি নির্বাচনি ফলাফলে কোনো সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা দেখা যায়নি। তবে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে ছিলেন। ফলাফল ঘোষণায় দীর্ঘ বিলম্ব হলে সামরিক সংস্থার ভোট কারচুপিতে জড়িত থাকাসহ এমন আরও অনেক অভিযোগ উঠেছে। এরমধ্যে শুক্রবার সেনাবাহিনী-সমর্থিত পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) সর্বাধিক সংখ্যক আসনে নিজেদের বিজয়ী হিসেবে ঘোষণা করেছিল। সামরিক বিবৃতিতে বলা হয়েছে, ‘নির্বাচন জয়-পরাজয়ের একটি শূন্য-সমষ্টির প্রতিযোগিতা নয়, বরং এটি ভোটদানের মাধ্যমে জনগণের আগ্রহ জানার একটি অনুশীলন।’ এতে আরও বলা হয়, ‘রাজনৈতিক নেতৃত্ব এবং তাদের কর্মীদের স্বার্থের ঊর্ধ্বে গিয়ে জনগণের শাসন ও সেবা করার প্রচেষ্টাকেই প্রাধান্য দেওয়া উচিত। এটিই গণতন্ত্রকে কার্যকরী এবং উদ্দেশ্যমূলক করার একমাত্র উপায়।’


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com