• মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৮

জনপ্রিয় মডেল খুন নিজ বাসায়

প্রতিনিধি: / ২২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৯ জুলাই, ২০২৪

বিনোদন: ব্যাংককে নিজ বাসায় ছুরিকাঘাতে খুন হয়েছেন হংকংয়ের জনপ্রিয় মডেল গোয়েন্ডলিন ক্রেটন। জানা গেছে, ক্রেটনকে ৯ বার ছুরিকাঘাত করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ২৪ বছর বয়েসি এই মডেলকে খুন করা হয়। এক প্রতিবেদনে থাই গণমাধ্যম ব্যাংকক পোস্ট এই তথ্য জানিয়েছে। এই হত্যাকান্ডে থাই পুলিশের সন্দেহ তার স্বামীর দিকে। ব্যাংকক পোস্টের প্রতিবেদনে বলা হয়, ক্রেটনের স্বামীর চিৎকারে দুই প্রতিবেশী ছুটে আসেন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ হত্যাকাÐে তিনজনকে সন্দেহ করছে পুলিশ। যাদের মধ্যে মডেলের স্বামী ও দুইজন প্রতিবেশী রয়েছেন। থাইল্যান্ড পুলিশ ক্রেটনের স্বামীর অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেছেন। পুলিশকে তিনি বলেছেন, ক্রেটন মানসিক অবসাদে ভুগছিলেন। আত্মহত্যার চেষ্টা করেছেন। তবে চিকিৎসকেরা বলছেন, আত্মহত্যা নয় তাকে খুন করা হয়েছে। তবে পুলিশ বলছে, হত্যার ঘটনাকে আড়াল করতে তিনি এই নাটক সাজিয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত করছেন তারা। উল্লেখ্য, গোয়েল্ডিন ক্রেটন ২০১৮ সাল থেকে মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। হংকংয়ে কয়েক বছর মডেলিংয়ের পর ব্যাংককে পাড়ি জমান তিনি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com