• রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০১:০৩
সর্বশেষ :
যুক্তরাষ্ট্র তুরস্ক ও দক্ষিণ কোরিয়া থেকে ডিম আমদানি করছে রুশ গ্যাস স্টেশনে বিস্ফোরণ, মস্কো-কিয়েভ পাল্টাপাল্টি অভিযোগ জার্মানির শিল্প খাতে বাড়ছে চীনা প্রভাব, হুমকিতে কর্মসংস্থান-জিডিপি সেনাবাহিনী সুদানে প্রেসিডেন্সিয়াল প্যালেস পুনর্দখল করেছে তুরস্কে তৃতীয় দিনের মতো ব্যাপক বিক্ষোভ: বাড়ি বাড়ি অভিযান, আটক ৯৭ ‘রাষ্ট্রবিরোধী’ পোস্টের পাকিস্তানে অভিযোগে সাংবাদিক আটক সহিংস অপরাধের বৃদ্ধি রোধে ব্যর্থতার জন্য পেরুর স্বরাষ্ট্রমন্ত্রী বরখাস্ত ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৩২ বিলিয়ন ডলারের সম্পদ জব্দ যুক্তরাজ্যের নৌকা ডুবে ইন্দোনেশিয়ায় পর্যটক নিহত ইনজুরির কারণে মাঠে ফেরা হলো না ম্যাট হেনরির

ছুটি কাটাচ্ছেন হৃতিক, সঙ্গে রয়েছেন প্রেমিকা ও প্রাক্তন স্ত্রী!

প্রতিনিধি: / ৫২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

বিনোদন: বলিউড সুপারস্টার হৃতিক রোশন এবং তার প্রাক্তন স্ত্রী সুজান খান ছিল এক সময়ের পাওয়ার কাপল। ভালোবেসে বিয়ে করলেও বিচ্ছেদ ঘটে তাদের। বর্তমানে দুজনই সম্পর্কে জড়িয়েছেন। হৃতিক সম্পর্কে রয়েছেন সাবা আজাদের সঙ্গে। অন্যদিকে, সুজানও প্রেম করছেন অভিনেতা আলি গোনির ভাই আর্সলান গোনির সঙ্গে। একদিন দুদিন নয় ১৪ বছর সংসার করেছিলেন হৃতিক-সুজান। তবে ১০ বছর আগে আলাদা হন এই তারকা দম্পতি। তবে বন্ধুত্ব রয়েছে এখনও। তাইতো এখনও তারা জমিয়ে আড্ডা দেন। হিন্দুস্তান টাইমসের খবরে, দুবাইয়ে কাছের মানুষদের সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেতা। সঙ্গে রয়েছেন প্রেমিকা সাবা আজাদ, প্রাক্তন স্ত্রী সুজান খান আর তার প্রেমিক আর্সলান গোনি এবং ছেলে হৃদান। গত সোমবার সুজান তার ইনস্টাগ্রামে হৃতিক ও ছেলে হৃদান, আর্সলান ও উদয় চোপড়ার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। এদিকে নার্গিস ফাখরি এবং তার প্রেমিক টনি বেগও তাদের সঙ্গে ছিলেন। তাছাড়া সুজানের ভাই, অভিনেতা জায়েদ খানও স্ত্রী ও সন্তানদের নিয়ে দুবাই পৌঁছেছেন। ২০০০ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন হৃতিক-সুজান। তাদের বিচ্ছেদ হয় ২০১৪ সালে। ডিভোর্সের বেশ কয়েক বছর পর কাশ্মীরের ছেলে আর্সলানের প্রেমে পড়েন সুজান। এদিকে সাবা-হৃতিকের সম্পর্কের সূচনা হয় ২০২১ সালে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com