• রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৮:১৯
সর্বশেষ :
আইসিসির টেস্ট টিম অব দ্য ইয়ার ২০২৪ ঘোষণা, নেই বাংলাদেশ, পাকিস্তানের কেউই জিম্বাবুয়ের টেস্ট স্কয়াডে দুই নতুন মুখ, নেই সিকান্দার রাজা সিটির দুঃসময়ে এসি মিলানে যোগ দিলেন কাইল ওয়াকার ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি টিম অব দ্য ইয়ার ঘোষণা, নেই বাংলাদেশের কেউ বিশ্বকাপ বাছাই পর্বে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি ম্যাডিসন কিস বাহিরদিয়া গারে হেরা নূরানী ও হাফেজীয়া মাদ্রাসার সদস্য সম্মেলন ও নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন  জার্মান নাগরিকের সমুদ্রের নিচে ১২০ দিন অবস্থান করে বিশ্ব রেকর্ড হামাস চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিলো বায়ুদূষণে বন্ধ হয়ে গেল ব্যাংককের ৩৫২ স্কুল

চোগলখোরী মারাক কবীরা গুনাহ্

প্রতিনিধি: / ৬০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

ধর্ম পাতা:

হোসাইন আল খালদুন:একবার রাসূলে পাক (স.) ছাহাবীগণকে জিজ্ঞেস করলেন, সর্বাপেক্ষা অধম (বা জঘন্যতর) লোক কে? তারা বললেন, আল্লাহ ও আল্লাহর রসূলই তা ভাল জানেন। তিনি বলেন, সর্বাধিক জঘন্য লোক চোগলখোর (যে দু’ভাবে কথা বলে)। কেননা সে প্রত্যেকের সামনে তার পক্ষে বা মনোপুত কথা বলে থাকে। আর তার কাছে অন্যের দোষ প্রচার করে। কবর আযাবের তিনটি পর্যায় রয়েছে। তার এক-তৃতীয়াংশ হয় গীবতের কারণে। আর এক-তৃতীয়াংশ হয় প্রসাব থেকে সতর্ক না থাকার ফলে।
অপর তৃতীয়াংশ হয় চোগলখোরী করায়। ইমাম গাজ্জালী বলেন, চোগলখোর যাদুকরের এবং শয়তানের অপকার থেকে মারাÍক। কেননা যাদুকর যা এক সপ্তাহে করতে পারে চোগলখোর তা এক পলকেই করে ফেলে। শয়তান ধোকা ও প্রতারণার দ্বারা যা করে চোগলখোর তা সামনা-সামনি ও প্রত্যক্ষভাবে করে। আবু আবদুল্লাহ কুরাইশী (রহ.) বলেন, একটি লোক জনৈক আলিমের নিকট সাতটি বিষয়ে জানার জন্য দীর্ঘ পথ হেঁটে এসে তাঁর কাছে জিজ্ঞেস করলেন:
(১) কোন বস্তু আকাশ থেকেও ভারী? (২) যমিন থেকেও প্রশস্ত? (৩) পাথর থেকেও কঠিন? (৪) অগ্নি অপেক্ষাও দহনশীল (৫) জামহারীর পাথর থেকেও বেশী ঠাÐা? (৬) সাগর থেকেও গভীরতর? (৭) ইয়াতীম হতেও দুর্বল আবু আবদুল্লাহ কুরাইশী (রহ.) জবাব দিলেন: (১) পুতপবিত্র চরিত্রবান লোককে কলঙ্ক লেপন করা আসমান থেকেও ভারী। (২) সত্য যমিন থেকেও বেশি প্রশস্ত। (৩) কাফেরের অন্তর পাথর থেকেও কঠিন। (৪) লোভ-লালসা আগুন থেকেও অধিক দদ্ধকারী। (৫) কোন নিকট আÍীয়দের কাছে কোন প্রয়োজন নিয়ে যাওয়া জামহারীর পাথর থেকেও হিম-শীতল। (৬) স্বল্পে তুষ্ট লোকের হৃদয় সাগর থেকেও গভীরতর। (৭) চোগলখোরী প্রকাশ পেয়ে যাওয়া চোগলখোরের জন্য ইয়াতীমদের চেয়েও দুর্বলতা ডেকে আনে।
হযরত হাসান বছরী (রহ.) বলেন, যে লোক তোমার কাছে অন্যের দোষ বলবে, তুমি বুঝে নেবে যে, সে অবশ্যই তোমার দোষও অন্যের কাছে বলবে। এজন্যই অন্যের দোষ বর্ণনাকারীকে কখনো বিশ্বাস করো না। একব্যক্তি ওমর বিন আবদুল আজিজের সামনে কারো গীবত করলে তিনি বললেন, যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে ‘ইন জাআকুম ফাসেকুম মিন নাবাইন ফা তাবাইয়্যানু’ (যদি কোন ফাসেক তোমাদের কাছে কোন কথা বলে তাহলে তার সত্যতা যাচাই করে নাও) আয়াতটি তোমার ওপর প্রযোজ্য। আর যদি সত্যবাদী হও তাহলে ‘হাম্মাযিন মাশশায়িম বি নামীম’’ (বিদ্রƒপকারী মারাÍক চোগলখোর অর্থাৎ কোন অবস্থায়ই তোমার কথা গ্রহণযোগ্য নয়) আয়াতটি তোমার উপর প্রযোজ্য।
(সংকলিত)


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com