• মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫১

চীন-পাকিস্তান সম্পর্ক জোরদারে পদক্ষেপ নেবে

প্রতিনিধি: / ৩২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৯ জুন, ২০২৪

বিদেশ : দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আরো পদক্ষেপ গ্রহণে অঙ্গীকার ব্যক্ত করেছেন চীন ও পাকিস্তান উভয় দেশের রাষ্ট্রপ্রধান। শুক্রবার দুই দেশের বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। খবর জিও নিউজের। স¤প্রতি চীন সফরে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। রাজধানী বেইজিংয়ের গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে সম্পর্ক আরো গভীর করতে পদক্ষেপ নেওয়ার কথা জানান দুই দেশের রাষ্ট্রপ্রধান। বিশেষ করে রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তার ক্ষেত্রে। বন্ধুপ্রতীম দেশ দুইটির নেতারা দীর্ঘদিনের অল-ওয়েদার স্ট্র্যাটেজিক কো-অপারেটিভ পার্টনারশিপের বিষয়েও গুরুত্বারোপ করেছেন। এদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চীনের প্রেসিডেন্টে শি জিনপিংয়ের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। বৈঠকে দুই দেশের মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। ২০২৪ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর শি জিন পিংয়ের সঙ্গে এটাই শাহবাজের প্রথম বৈঠক। প্রধানমন্ত্রী শাহবাজ তাকে ও তার প্রতিনিধিদলকে চীনে উষ্ণ ও সদয় স্বাগত জানানোর জন্য শি জিনপিংকে ধন্যবাদ জানান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com