• মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৭:১৭

চীনে ছুরিকাঘাতে জাপানি স্কুলের এক শিক্ষার্থীর মৃত্যু

প্রতিনিধি: / ৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

বিদেশ : চীনের শেনজেনে একটি জাপানি স্কুলে ভর্তি হওয়া ১০ বছর বয়সী একটি শিশুর ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে। জাপান সরকার জানিয়েছে, গত বুধবার একজন আততায়ীর ছুরিকাঘাতের শিকার হয় শিশুটি। পরে জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া সাংবাদিকদের বলেন, গতকাল বৃহস্পতিবার ভোরে শিশুটির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় গত বুধবার সকাল ৮টায় ছেলেটিকে স্কুলে যাওয়ার পথে সন্দেহভাজন ৪৪ বছর বয়সী এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে। ওই ব্যক্তিকে ঘটনাস্থলেই গ্রেপ্তার করা হয় বলে চীনা কর্তৃপক্ষ জানিয়েছে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী কামিকাওয়া বলেন, ‘আমি ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছি।’ তিনি আরো বলেন, ‘এটা কখনোই কোনো দেশে হওয়া উচিত নয়। বিশেষ করে, স্কুলে যাওয়ার পথে শিশুর সঙ্গে এমন ঘৃণ্য কাজটি করা হয়েছে। আমি আন্তরিকভাবে দুঃখিত।’ জাপান চীনকে ঘটনাটির বিস্তারিত ব্যাখ্যা দিতে এবং দৃঢ়নিরাপত্তা ব্যবস্থা দেওয়ার কথা বলেছে বলে তিনি জানান। জাপান এবং চীন উভয় কর্তৃপক্ষই শিশুটির জাতীয়তা প্রকাশ করেনি। তবে শেনজেনে ওই জাপানিজ স্কুলের ওয়েবসাইট বলছে, এই স্কুল শুধু জাপানি শিশুদের জন্য। জাপান প্রাপ্তবয়স্কদের দ্বৈত নাগরিকত্ব দেয় না। ১৯৩১ সালে ঘটে যাওয়া এক ঘটনার বার্ষিকীতে এবং সেনজেনে একটি জাপানি স্কুলের গেট থেকে প্রায় ২০০ মিটার দূরে শিশুটিকে ছুরিকাঘাত করা হয়। তবে কী উদ্দেশে তিনি এই হামলা চালিয়েছেন তা স্পষ্ট নয়। মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, আহত ছাত্রকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। হত্যার ঘটনাটি এমন একটি সংবেদনশীল সময়ে ঘটেছে, যখন দুই দেশের ক‚টনৈতিক সম্পর্ক অবনতির ঝুঁকিতে রয়েছে। সা¤প্রতিক সময়ে এটি চীনে জাপানি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে দ্বিতীয় হামলা। জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর সর্বশেষ ঘটনার সম্ভাব্য প্রভাব সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি। গত জুন মাসেও এক ব্যক্তি চীনের পূর্বাঞ্চলীয় শহর সুঝোতে একটি জাপানি স্কুলের ব্যবহৃত বাসে আক্রমণ করেন। তখন একজন চীনা নাগরিকের মৃত্যু হয়েছিল। তিনি একজন জাপানি মা এবং তার সন্তানকে আততায়ীর হাত থেকে রক্ষা করার চেষ্টা করেছিলেন।
সূত্র : এপি


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com