• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩৬

ঘুমন্ত অবস্থায় পাহাড় ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রতিনিধি: / ৯০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২১ জুন, ২০২৪

কক্সবাজার শহরের বাদশাঘোনা এলাকায় পাহাড় ধসের কারণে মাটি চাপায় ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

মৃত আনোয়ার হোসেন (২৬) স্থানীয় ওমর ফারুক জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন এবং তার স্ত্রী মাইমুনা (২০) ৫ মাসের গর্ভবতী ছিলেন বলে জানান স্বজনরা।

শুক্রবার (২১ জুন) ভোররাত সাড়ে ৩টার দিকে কক্সবাজার পৌরসভা ৯নং ওয়ার্ডের বাদশাঘোনা এলাকায় এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় পৌর কাউন্সিলার হেলাল উদ্দিন।

তিনি বলেন, বৃহস্পতিবার মধ্যরাত থেকে কক্সবাজার শহরে থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টি হচ্ছিল। ভোররাত ৩টার দিকে মুষলধারে বৃষ্টিপাত হয়। রাতে খাবার খেয়ে নিজের শয়ন কক্ষে স্ত্রীসহ ঘুমিয়ে পড়েন মৃত আনোয়ার হোসেন ও তার স্ত্রী।

হেলাল উদ্দিন বলেন, একপর্যায়ে রাত সাড়ে ৩টার দিকে পাহাড়ের খাদের নিচে থাকা তাদের ঘরটির ওপর বড় এক খন্ড মাটি পড়ে। এতে স্বামী-স্ত্রী দুইজনই মাটি চাপা পড়ে মারা যান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com