বিদেশ :বছরেরদ্বিতীয়সপ্তাহেরপ্রথমদিনগতকালসোমবার ঘন কুয়াশা পশ্চিমবঙ্গের বিভিন্নপ্রান্তে। মঙ্গলবার ও বুধবার তাপমাত্রাআরওকমারপাশাপাশি একই রকমকুয়াশা থাকতেপারেবলেজানিয়েছেকলকাতাআলিপুরআবহাওয়া দপ্তর।তবেবৃষ্টির কোনোপূর্বাভাস নেই। ঘন কুয়াশার দাপট থাকবেউত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভ‚মে। দৃশ্যমানতা ৫০ মিটারপর্যন্তকমেযাবে। ঘন কুয়াশারফলেপ্রভাবপড়েছেগণপরিবহনব্যবস্থাতেও। কুয়াশারকারণেপূর্ব ও দক্ষিণপূর্ব শাখায় ট্রেনচলাচলেব্যাহতহয়েছে। বেশকিছু দূরপাল্লারপাশাপাশি লোকাল ট্রেনও দেরিতেচলছে।
আলিপুরআবহাওয়া দপ্তরজানিয়েছে, তাপমাত্রাবর্তমানে স্বাভাবিকের থেকে কিছুটা বেশিরয়েছে ও আগামী দুদিনে তাআরওএকটুবাড়বে। আগামীচার থেকে পাঁচদিনতাপমাত্রাকিছুটাওঠানামাকরবে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও ঘন কুয়াশারসতর্কতাজারিকরেছেআবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেহালকাবৃষ্টিহতেপারে।সোমবার কলকাতারতাপমাত্রা ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস থাকবে, যা স্বাভাবিককের চেয়ে ২ ডিগ্রিবেশি। এদিনসর্বোচ্চতাপমাত্রাছিল ২৩ ডিগ্রিসেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ৮ ডিগ্রিকম।
https://www.kaabait.com