• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:৪৩

গ্রামের কাগজে সংবাদ প্রকাশের জের কপিলমুনিতে উচ্ছেদ করা হলো ধান্য চত্বরের দখলদারদের

প্রতিনিধি: / ৭১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১০ জুলাই, ২০২৪

শেখ আব্দুল গফুর, কপিলমুনি (খুলনা) অফিস: কপিলমুনি বাজারের বহুল আলোচিত ঐতিহ্যবাহী ধান্য চত্বরের ( বিনোদ চত্বর) অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে । প্রায় এক যুগ আগের থেকে শুরু হওয়া ঐতিহ্যবাহী এই ধান হাটের
বিস্তৃত চত্ত¡রটি যে যার মত দখল করে নিয়ে নানা পণ্য -সামগ্রীর পসরা সাজিয়ে ব্যাবসা শুরু
করে। যার ফলে অস্তিত্ব হারায় প্রসিদ্ধ এই ধান হাটের। হাটে জায়গা না থাকায় অগত্যায় জীবনের
ঝুঁকি নিয়ে পাইকগাছা-খুলনা সড়কের ধারে বসে সপ্তাহে হাটেরদিন রবিবার ও বৃহস্পতিবারে
ক্রেতা বিক্রেতাদের ধান ক্রয় বিক্রয় করতে হয়। এমনকি ভ্যানের উপরে ধান ক্রয়বিক্রয় করতে হয়। ধান
হাটের এই দুরাবস্থা দৈনিক গ্রামের কাগজে সচিত্রপ্রতিবেদন প্রকাশিত হলে প্রশাসনের টনক
নড়ে। সে কারণে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামিমের নেতৃত্বে
একটি ভ্রাম্যমান আদালত বুধবার বেলা ১২ টার দিকে অভিযান চালিয়ে ধানহাটার সকল অবৈধ
দখলদারদের উচ্ছেদ পূর্বক হাটটি অবমুক্ত করেন। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী
সন্তোষ প্রকাশ করেছেন। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন ভূমি
কর্মকর্তা (ইউ এল ও) কামাল হোসেন,উপজেলা সার্বেয়ার কওসার আহম্মেদ সহ কপিলমুনি
ফাঁড়ি পুলিশ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com