• মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৮

গালাতাসারাই তুর্কি কাপে চ্যাম্পিয়ন

প্রতিনিধি: / ৪৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

স্পোর্টস: গত ডিসেম্বরে বিতর্কিতভাবে স্থগিত হয়েছিল যে ফাইনাল, সেটি শেষ হলো আরও বেশি বিতর্কের জন্ম দিয়ে। এক মিনিটেই শেষ হয়ে গেল ম্যাচ, যেটি জিতে তুর্কি কাপের শিরোপা জয় করল গালাতাসারাই। ইস্তাম্বুল থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরের শহর সানলুরফায় রোববার ফাইনালের প্রথম মিনিটেই গোল করেন গালাতাসারাইয়ের আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দি। এরপরই খেলা ছেড়ে দিয়ে মাঠ ছেড়ে যায় ফেনারবাচে দল। নিয়ম অনুযায়ী জিতিয়ে দেওয়া হয় প্রতিপক্ষকে। তুরস্কের সংবাদমাধ্যমের খবর, ফেনারবাচের এই পদক্ষেপ ছিল তাদের একটি চাওয়া পূরণ না হওয়ার প্রতিবাদ। আগামী বৃহস্পতিবার উয়েফা কনফারেন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসের মাঠে খেলবে ফেনারবাচে। ক্লাবের পক্ষ থেকে তুর্কি ফেডারেশনকে তাই অনুরোধ করা হয়েছিল, এই ফাইনাল ম্যাচটি এখন স্থগিত করে পরে আয়োজন করার জন্য। তাদের সেই অনুরোধ রাখা হয়নি। ফেনারবাচে তাই ফাইনালে মাঠে নামায় তাদের অনূর্ধ্ব-১৯ দলকে এবং এক মিনিট পরই মাঠ ছেড়ে যায়। ফেনারবাচের ওয়েবসাইটে বিশাল বিবৃতি দিয়ে নিজেদের এই পদক্ষেপের কারণ বিস্তারিত ব্যাখ্যা করেন ক্লাবের সভাপতি ইয়ালদারাম আলি কচ। ‘বছরের পর বছর ধরে চলে আসা অন্যায়ের’ নানা ঘটনা তিনি তুলে ধরেন এবং বিদ্রোহের সুর তুলে বলেন, “তুর্কি ফুটবলে সবকিছু পুন:স্থাপন করার সময় এখন।” পরে সামাজিক মাধ্যমেও নিজেদের অবস্থান তুলে ধরে ফেনারবাচে। “বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ক্লাব হিসেবে, ৩ কোটির বেশি সমর্থক নিয়ে যারা নিজেদের দেশের জাতীয় মূল্যবোধকে ধারণ করে, এই ক্লাব মাথা উঁচু করে দাঁড়াবে আজকে এবং ভবিষ্যতেও, ঠিক যেমন আমরা করেছি গত রোববার।” তুর্কি ক্লাবের এই ফাইনালটি হওয়ার কথা ছিল গত ২৯ ডিসেম্বর সৌদি আরবে। কিন্তু তখন ম্যাচটি স্থগিত করা হয়। তুর্কি সংবাদমাধ্যমসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার খবর অনুযায়ী, ম্যাচের আগে গা গরমের সময় মুস্তাফা কামাল আতার্তুকের ছবিসংবলিত টি-শার্ট পরতে চেয়েছিল দুই দল। কিন্তু তাদের এই চাওয়াকে বাতিল করে দেয় সৌদি আরব কর্তৃপক্ষ। সেই টানাপোড়েনেই শেষ পর্যন্ত স্থগিত করা হয় ম্যাচ। কী কারণে সৌদি কর্তৃপক্ষ অনুমতি দেয়নি, তা পরিষ্কার করে জানা যায়নি। তুরস্কের ফুটবল ফেডারেশন ও ফাইনালের দুই ক্লাব তখন সামাজিক মাধ্যমে জানায়, ‘কিছু সমস্যার’ কারণে ফাইনাল ম্যাচটি আপাতত স্থগিত করা হয়েছে। সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেনি তারা কেউই। আয়োজকদের একটি বিবৃতি উদ্ধৃত করে সৌদি আরবের রাষ্ট্রীয় টিভি জানিয়েছিল, ফাইনালের দুই দল নিয়ম না মানায় ম্যাচ স্থগিত করা হয়েছে। সা¤প্রতিক সময়ে ফেনারবাচের ম্যাচে বিতর্কের ঘটনা আলোচনার জন্ম দিয়েছে আরও। গত মাসেই লিগের একটি ম্যাচ শেষে এই ক্লাবের ফুটবলারদের ওপর আক্রমণ করে ত্রাবজনস্পরের সমর্থকেরা। সেই ঘটনার জের ধরে ফেনারবাচের দুজন ফুটবলারকে এক ম্যাচ করে নিষিদ্ধ করা হয়। ছয়টি ম্যাচ খালি গ্যালারি নিয়ে খেলার শাস্তি দেওয়া হয় ত্রাবজনস্পরকে। সেই ঘটনার পর তুর্কি সুপার লিগ থেকে নিজেদের প্রত্যাহার করার কথা বিবেচনা করবে বলেও জানিয়েছিল ফেনারবাচে। শেষ পর্যন্ত যদিও তারা তা করেনি।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com