• সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৬:০৭
সর্বশেষ :
উন্নয়ন বাজেট কমিয়ে ওই অর্থে সরকারি কর্মচারীদের বর্ধিত বেতনভাতা দেয়া হবে ফকিরহাট ফাউন্ডেশনের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল গ্রেপ্তার দেশের প্রতিটি সেক্টরের সম্ভাবনাকে নষ্ট করেছে বিগত সরকার দেশে সাড়ে ৩৩ হাজার অবৈধ বিদেশি: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই বিপ্লবের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে ঘুষের বাকী টাকা না পেয়ে পক্ষপাতমূলক প্রতিবেদন দাখিল; খুলনার সিআইডি কর্মকর্তার বিরুদ্ধে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের দপ্তরে অভিযোগ ফকিরহাটে তুলার কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড মোরেলগঞ্জে ইউনিয়ন পরিষদের বাজেট বিষয়ে মতবিনিময় সভা  ফকিরহাটে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার শুভ উদ্বোধন

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ

প্রতিনিধি: / ১০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুর মহানগরের জিরানি এলাকায় চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। পরে পুলিশ এসে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। জানা গেছে, জিরানি এলাকার আইরিশ ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে গত রোববার মহাসড়ক অবরোধ করেছিলেন। সে সময় বিক্ষোভের কারণে ওই এলাকার বেশ কয়েকটি কারখানা কর্তৃপক্ষ বন্ধ করে দেয়। গতকাল সোমবার সকালে কারখানায় এসে পুনরায় তারা বিক্ষোভ শুরু করেন। সকাল সাড়ে ৮টার দিকে তারা চন্দ্রা-নবীনগর মহাসড়কে অবস্থান নেন। এক ঘণ্টা পর তারা সড়ক থেকে সরে যান এবং কারখানায় গিয়ে বিক্ষোভ শুরু করেন। শিল্পপুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, সরকারঘোষিত ৯ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির প্রজ্ঞাপনের আলোকে বেশ কয়েকটি কারখানা কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করে। প্রজ্ঞাপনে বলা আছে, যাদের এক বছর পূর্ণ হয়নি, তাদের বেতন বৃদ্ধি করা হবে না। কিন্তু জিরানি এলাকার আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা গত রোববার সকাল থেকে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন। দুপুর পর্যন্ত আন্দোলন করে শ্রমিকরা বাড়ি ফিরে যায়। গতকাল সোমবার সকালে শ্রমিকরা কারখানায় হাজিরা দিয়ে আবার বিক্ষোভ শুরু করেন। সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকেরা চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। সকাল সাড়ে ৯টা থেকে ওই সড়কে আবার যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তবে শ্রমিকেরা কারখানার ভেতরে বিক্ষোভ করতে থাকেন। গাজীপুর শিল্পপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, শ্রমিকরা কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করেছিলেন। এখন চন্দ্রা-নবীনগর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com