বিদেশ : দুর্ভিক্ষের অনিবার্য আশঙ্কার মুখে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। পাঁচ মাস আগে শুরু হওয়া যুদ্ধের কারণে গাজার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষ হানা দিচ্ছে, সাহায্য সংস্থাগুলোর এমন আশঙ্কার মধ্যে নতুন করে ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতির লক্ষ্যে আলোচনা এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারীরা। তারা জানিয়েছেন কয়েকদিনের মধ্যেই যুদ্ধবিরতির চুক্তি হবে। খবর এএফপির। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অপুষ্টি, পানিশূন্যতা আর দুর্ভিক্ষের কারণে আল-শিফা হাসপাতালে শিশুরা মারা যাচ্ছে। মন্ত্রণালয়টির মুখপাত্র আশরাফ আল কুদরা আরও মৃত্যু ঠেকাতে আন্তর্জাতিক সংস্থাগুলোর দ্রুত পদক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে ইউএসএইডের প্রধান সামান্থা পাওয়ার অতিদ্রæত ইসরায়েলকে আরও সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার আহবান জানিয়েছেন যাতে ভীষণভাবে প্রয়োজন মানবিক সহায়তাপণ্য গাজায় প্রবেশ করানো যায়। তিনি তার এক্স অ্যাকাউন্টে লিখেন, ‘বিষয়টি জীবন ও মৃত্যুর।’ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলায় ৭৯ জন নিহত হয়েছে। এ নিয়ে ইসরায়েলি নৃশংসতায় ফিলিস্তিনি মৃতের সংখ্রা ৩০ হাজার ছাড়িয়ে গেছে বলে জানায় তারা। অন্যদিকে, মধ্যস্থতাকারীরা আশা প্রকাশ করেছেন চান্দ্র মাস অনুযায়ী আগামী রমজান মাসের শুরুতে অর্থাৎ ১০ অথবা ১১ মার্চ থেকে শুরু হতে পারে যুদ্ধবিরতি।
https://www.kaabait.com