• শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫১

গাজায় নিহত ৪০ হাজার ছাড়াল, আহত ৯২৪০১

প্রতিনিধি: / ২২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

বিদেশ : অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪০ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ৪০ হাজার ৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর দ্য গার্ডিয়ান ও আল জাজিরার। গত বছরের ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলে হামলা চালানোর পর গাজা যুদ্ধ শুরু হয়। এর ফলে ইসরায়েলে এক হাজার ১৭০ জন নিহত হয়, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত আহত হয়েছে ৯২ হাজার ৪০১ জন ফিলিস্তিনি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এখনো অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তার পরিসংখ্যানে বেসামরিক এবং যোদ্ধাদের মধ্যে পার্থক্য দেখায় না।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com