আন্তর্জাতিক ডেস্ক: গাজায় চলমান ইসরায়েলের হামলাকে ‘গণহত্যা’ বলে উল্লেখ করায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির একটি হাসপাতাল এক ফিলিস্তিনি আমেরিকান মুসলিম নার্সকে বরখাস্ত করেছে। রয়টার্সের শুক্রবারের প্রতিবেদনে বলা হয়, এনওয়াইইউ ল্যাঙ্গোন হাসপাতালে গর্ভাবস্থা এবং প্রসবের সময় সন্তান হারানো মায়েদের সঙ্গে তার কাজের জন্য পুরস্কার গ্রহণের বক্তৃতায় গাজায় ইসরায়েলের যুদ্ধকে ‘গণহত্যা’ বলে উল্লেখ করেন নার্স হেসেন জাবর। এর আগে গত বছর ডিসেম্বরে জাবরকে গাজা ও ইসরায়েল যুদ্ধের মতো বিভেদজনক বিষয়ে কর্মক্ষেত্রে নিজের মতামত প্রকাশ না করতে সতর্ক করা হয়েছিল বলে জানান হাসপাতালের একজন মুখপাত্র। জাবর এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করে বলেছেন, তিনি ৭ মে মন্তব্যটি করছিলেন, যেদিন তাকে পুরস্কৃত করা হয়। পরে ওই মাসেই তাকে চাকরি থেকে বরখাস্তের নোটিশ দেয়া হয়। মন্তব্যটি বক্তৃতার একটি অংশ উল্লেখ করে তিনি বলেন, ‘পুরস্কারটি আমার কাছে বেশ ব্যক্তিগত। তাই আমি গাজায় যুদ্ধের সময় শিশু হারানো মায়েদের সম্পর্কে কথা বলছিলাম।’ ওই দিনের বক্তৃতায় তিনি বলেন, ‘গাজায় বর্তমান গণহত্যার সময় আমার দেশের নারীরা অকল্পনীয় ক্ষতির মধ্য দিয়ে যাচ্ছে, যা দেখে আমার কষ্ট হয়।’ এ বিষয়ে হাসপাতালের মুখপাত্র বলেন, ‘অনুষ্ঠানে উপস্থিত অনেকেই জাবরের মন্তব্যের পরে বিরক্ত হন। যেহেতু তাকে এর আগেও সতর্ক করা হয়েছিল, তাই এবারের ঘটনার পর জাবর আর এনওয়াইইউ ল্যাঙ্গোনের কর্মী নন।’ স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলের চলমান হামলায় গত আট মাসে ৩৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এ যুদ্ধ প্রায় ২ দশমিক ৩ মিলিয়ন জনসংখ্যাকে বাস্তুচ্যুত করেছে। এর আগে ৭ অক্টোবর ইসরায়েলে আক্রমণ করে ফিলিস্তিনের গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয় ওই হামলায় এবং ২৫০ জনেরও বেশি জিম্মি করা হয়।
https://www.kaabait.com