• রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৮:৫৯
সর্বশেষ :
আইসিসির টেস্ট টিম অব দ্য ইয়ার ২০২৪ ঘোষণা, নেই বাংলাদেশ, পাকিস্তানের কেউই জিম্বাবুয়ের টেস্ট স্কয়াডে দুই নতুন মুখ, নেই সিকান্দার রাজা সিটির দুঃসময়ে এসি মিলানে যোগ দিলেন কাইল ওয়াকার ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি টিম অব দ্য ইয়ার ঘোষণা, নেই বাংলাদেশের কেউ বিশ্বকাপ বাছাই পর্বে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি ম্যাডিসন কিস বাহিরদিয়া গারে হেরা নূরানী ও হাফেজীয়া মাদ্রাসার সদস্য সম্মেলন ও নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন  জার্মান নাগরিকের সমুদ্রের নিচে ১২০ দিন অবস্থান করে বিশ্ব রেকর্ড হামাস চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিলো বায়ুদূষণে বন্ধ হয়ে গেল ব্যাংককের ৩৫২ স্কুল

খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে বক্তব্য দিলেন ফারুক আহমেদ

প্রতিনিধি: / ৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

বিপিএলের নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগেই ফ্র্যাঞ্চাইজিগুলোকে খেলোয়াড়দের পরিশোধ করতে পারিশ্রমিকের ৫০ শতাংশ। কিন্তু অভিযোগ উঠেছে বিপিএলের এই নিয়ম অনুসরণ করেনি অনেক দল। এখন পর্যন্ত খেলোয়াড়দের কোনো পারিশ্রমিকই দেয়া হয়নি। সত্যতাও মিলেছে এই অভিযোগের। বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছে এর কারণ জানতে চাইলে তিনি বলেন, এক কথায় উত্তর দেওয়া তার পক্ষে সম্ভব না। বিপিএল শুরুর আগে একটি জাতীয় দৈনিকে খবর বের হয়, টুর্নামেন্ট শুরুর আগে এক টাকাও পাননি খেলোয়াড়রা। তারপর প্রথম ম্যাচের পর দুর্বার রাজশাহী অধিনায়ক এনামুল হক বিজয়ও সংবাদ সম্মেলনে এসে স্বীকার করেন টাকা না পাওয়ার কথা।  বুধবার মিরপুর শেরে বাংলা ন্যাশলান ক্রিকেট স্টেডিয়ামে এই ব্যাপারে গণমাধ্যমের সামনে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ বলেন, ‘‘প্রতিটা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে প্রথম দিন থেকে যোগাযোগ করা, তাদের বলা যে টাকাটা তাদের দিতে হবে। এটা আমরা করছি। আসলে আপনি যদি ব্লাক এন্ড হোয়াইট চিন্তা করেন এটা (টুর্নামেন্টের আগে খেলোয়াড়দের অর্ধেক পারিশ্রমিক) না কেন, এটার উত্তর এক কথায় আমি দিতে পারব না। আপনাকে গত ৪ মাসের পরিস্থিতি দেখতে হবে। তার মানে এই না যে খেলোয়াড়রা পয়সা পাবে না। ওটার জন্য আমরা আলাদা পদক্ষেপ নিয়েছি, তাদের বলছি। আমি সভাপতি হিসেব তাদের সঙ্গে কথা বলছি।’’ ফারুক আহমেদ আরো বলেন, ‘‘তাদের জন্য অনেক কিছু করার চেষ্টা করছি। যাতে তারা অনুভব না করে…বোর্ড শুধু দেখবে। তারা কিন্তু আমাদের পার্টনার।’’


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com