• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৩৪

খুশদিল-ফাহিমকে দলে দেখে অবাক ওয়াসিম আকরাম

প্রতিনিধি: / ১০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য চমকে ভরা স্কোয়াড দিয়েছে পাকিস্তান। বিপিএলে ভালো করে দলে ফিরেছেন খুশদিল শাহ এবং ফাহিম আশরাফের মত অলরাউন্ডাররা। এছাড়া ফিরেছেন ফখর জামান, মোহাম্মদ হাসনাইনরা। বিপিএলে ব্যাটে-বলে দারুণ উজ্জ্বল ছিলেন খুশদিল এবং ফাহিম। রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন খুশদিল, অন্যদিকে ফাহিম আছেন ফরচুন বরিশালের ডেরায়। বল হাতে দারুণ ছন্দে ছিলেন ফাহিম আশরাফ। ১১ ম্যাচে ১৩.৯০ গড়ে ২০ উইকেট নিয়ে এখনও পর্যন্ত টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। ব্যাটিংয়েও দলের প্রয়োজনে দারুণ ভূমিকা পালন করেছেন ফাহিম আশরাফ। ৫ ইনিংসে ২৩১.৮১ স্ট্রাইকরেট এবং ৩৪ গড়ে ১০২ রান করেছেন তিনি, দলে ফাহিম আশরাফের ভূমিকা বিবেচনায় এই পারফরম্যান্স যথেষ্ট ভালো। বিপিএলের এবারের আসরে ১০ ম্যাচে ৮ ইনিংসে ২৯৮ রান করেছেন খুশদিল। রংপুরকে বহু ম্যাচ জেতানোর নায়ক তিনি। বল হাতে শিকার করেছেন ১৭ উইকেট। খুশদিল এবং ফাহিমকে দলে দেখে কিছুটা অবাক হয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম। মূলত তাদের আন্তর্জাতিক ফর্ম বিবেচনায় চিন্তিত ওয়াসিম। সম্প্রতি আইএলটি-টোয়েন্টির এক ফাঁকে গণমাধ্যমকে ওয়াসিম বলেছেন, ‘আমি এখনও স্কোয়াড ভালোভাবে দেখিনি, তবে দু-একবার চোখ বুলিয়ে দেখেছি যে ফাহিম আশরাফ দলে রয়েছে। তাকে শুভকামনা জানাই, সে প্রতিভাবান ক্রিকেটার। কিন্তু তার সাম্প্রতিক আন্তর্জাতিক রেকর্ডের দিকে তাকালে দেখা যায়, শেষ ২০ ওয়ানডেতে তার বোলিং গড় ১০০ এবং ব্যাটিং গড় মাত্র ৯! বিস্ময়করভাবে সে এবং খুশদিল শাহ দলে জায়গা পেয়েছে। অথচ আমরা মাত্র একজন বিশেষজ্ঞ স্পিনার নিয়েছি, যেখানে ভারত নিয়েছে ৩-৪ জন স্পিনার। তাদের নিশ্চয়ই কিছু পরিকল্পনা আছে।’পাকিস্তান এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমন করবে সে ব্যাপারে ওয়াসিম আকরাম বলেন, ‘আমি পাকিস্তানকে অবশ্যই চ্যাম্পিয়ন দেখতে চাই। তবে কাজটা সহজ হবে না, এখানে বিশ্বের সেরা ৮ দল খেলবে। দুবাইয়ে ভারত-পাকিস্তান ম্যাচ হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার মন বলছে, পাকিস্তান সেমিফাইনালে খেলবে। এরপর কী হয়, সেটা সময়ই বলে দেবে।’ আগামী ১৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com