• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:২২

ক্রিমিয়ায় আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা, সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের

প্রতিনিধি: / ৫৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

বিদেশ : রুশ-নিয়ন্ত্রিত ক্রিমিয়ার সেভাস্তোপোলের একটি ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন সেভাস্তপোলে রুশ-নিযুক্ত গভর্নর। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, নয় তলাবিশিষ্ট আবাসিক ওই ভবনটিতে একটি এটিএএমসি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আঘাত হানে। এরপরই বিধ্বস্ত ভবনটি খালি করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দিবাগত রাতে সেভাস্তোপোলে ব্যাপক হামলা হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করছে সেখানকার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হননি বলে জানিয়েছেন গভর্নর মিখাইল রাজভোজায়েভ। বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। বিবিসি বলছে, ইউক্রেনের গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর কৃষ্ণসাগরে প্রবেশের অন্যতম রুট ক্রিমিয়ার বৃহত্তম শহর সেভাস্তোপোল। ২০১৪ সালের ২৭ ফেব্রæয়ারি শহরটির নিয়ন্ত্রণ নেয় রাশিয়া।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com