স্পোর্টস: ছেলেদের ৪০০ মিটার হার্ডলস দৌড়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের রাই বেঞ্জামিন। রাইয়ের বেড়ে উঠা ক্রিকেট পরিবারে। তার বাবা উইনস্টন বেঞ্জামিন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার। বাবার মতো তিনিও হতে য়েছিলেন ক্রিকেটার। ভালো ব্যাটিংও করতেন। কিন্তু হয়ে গেলেন ট্র্যাক অ্যান্ড ফিল্ডের অ্যাথলেট। শুক্রবার রাতে রাই বেঞ্জামিন তার চিরপ্রতিদ্বন্দি নরওয়ের কারস্টেন ওয়ারহোমকে হারিয়ে সোনা জিতেছেন। তার টাইমিং ছিল ৫৬.৪৬ সেকেন্ড। রাই এর আগে টোকিও অলিম্পিকে রূপা জিতেছিলেন। তাছাড়া ২০১৯ ও ২০২২ বিশ্ব চ্যাম্পিয়নশিপে রূপা আর ২০২৩ সালে জিতেছিলেন ব্রোঞ্জ। অ্যান্টিগায় জন্ম নেওয়া রাইকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে আসতে রাজি করান তার হাইস্কুলের অ্যাথলেটিকস কোচ। ওয়ান ইলেভেনের সময় তিনি নিউইয়র্ক থেকে অ্যান্টিগায় ফিরছিলেন। টুইন টাওয়ারে হামলার ঘটনায় তাদের বিমান পুয়ের্তো রিকোয় জরুরি অবতরণ করে। এরপর সেখানে থেকে যান রাই। ২০১৯ সালে পান নাগরিকত্ব। তার বাবা উইনস্টন বেঞ্জামিনের নব্বই দশকের মাঝামাঝি পর্যন্ত ২১ টেস্টে ৬১ উইকেট এবং ৯৫ ওয়ানডেতে ১০০ উইকেট নিয়েছেন।
https://www.kaabait.com