• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১০:৪০
সর্বশেষ :
আইসিসির টেস্ট টিম অব দ্য ইয়ার ২০২৪ ঘোষণা, নেই বাংলাদেশ, পাকিস্তানের কেউই জিম্বাবুয়ের টেস্ট স্কয়াডে দুই নতুন মুখ, নেই সিকান্দার রাজা সিটির দুঃসময়ে এসি মিলানে যোগ দিলেন কাইল ওয়াকার ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি টিম অব দ্য ইয়ার ঘোষণা, নেই বাংলাদেশের কেউ বিশ্বকাপ বাছাই পর্বে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি ম্যাডিসন কিস বাহিরদিয়া গারে হেরা নূরানী ও হাফেজীয়া মাদ্রাসার সদস্য সম্মেলন ও নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন  জার্মান নাগরিকের সমুদ্রের নিচে ১২০ দিন অবস্থান করে বিশ্ব রেকর্ড হামাস চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিলো বায়ুদূষণে বন্ধ হয়ে গেল ব্যাংককের ৩৫২ স্কুল

কোয়ান্টাম ক্লক তৈরি করছে যুক্তরাজ্য

প্রতিনিধি: / ১১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

যুক্তরাজ্যের প্রথম কোয়ান্টাম ঘড়ি তৈরি করতে একটি গোপন গবেষণাগার কাজ করছে, যা দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হচ্ছে। এই অত্যাধুনিক প্রযুক্তি ব্রিটিশ সামরিক বাহিনীর গোয়েন্দা ও নজরদারি কার্যক্রমকে উন্নত করতে সাহায্য করবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, এই কোয়ান্টাম ঘড়ি এতটাই নির্ভুল যে এটি বিলিয়ন বছরের মধ্যে মাত্র এক সেকেন্ড হারাবে। এটি সময় পরিমাপের ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করবে। কোয়ান্টাম ঘড়ি এমন একটি যন্ত্র যা কোয়ান্টাম মেকানিক্স ব্যবহার করে সময়কে অবিশ্বাস্য নির্ভুলতার সাথে মাপতে সক্ষম। এটি পরমাণুর শক্তি পরিবর্তন পর্যবেক্ষণের মাধ্যমে সময় পরিমাপ করে। প্রচলিত ঘড়ির তুলনায় এই প্রযুক্তি অনেক বেশি সুনির্দিষ্ট এবং নির্ভরযোগ্য। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, এই প্রযুক্তি কেবল সামরিক কার্যক্রমেই নয়, বরং অন্যান্য খাতে যেমন শিল্প, বিজ্ঞান ও উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মসংস্থানে নতুন সম্ভাবনা তৈরি করবে। প্রতিরক্ষা ক্রয় মন্ত্রী মারিয়া ঈগল বলেন, “এই উদ্ভাবনী প্রযুক্তি আমাদের অপারেশনাল সক্ষমতাকে বাড়ানোর পাশাপাশি শিল্পে অগ্রগতি, বৈজ্ঞানিক গবেষণা এবং উচ্চ দক্ষতার চাকরি সৃষ্টিতে ভ‚মিকা রাখবে।” জিপিএস প্রযুক্তির উপর নির্ভরতা কমানো: বর্তমান সময়ে সামরিক বাহিনীসহ অন্যান্য ক্ষেত্র জিপিএস প্রযুক্তির উপর অনেক বেশি নির্ভরশীল। কিন্তু জিপিএস সিগন্যাল সহজেই প্রতিপক্ষের দ্বারা ব্যাহত বা বøক করা যেতে পারে। কোয়ান্টাম ঘড়ি এই নির্ভরতাকে কমাবে এবং সময় নির্ধারণের জন্য একটি বিকল্প ও নির্ভরযোগ্য পদ্ধতি প্রদান করবে। যুক্তরাজ্যের এই উদ্যোগ বিশ্বে প্রথম নয়। ১৫ বছর আগে, যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয় এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি একসঙ্গে একটি কোয়ান্টাম ঘড়ি তৈরি করেছিল। তবে, যুক্তরাজ্যে এটি প্রথমবারের মতো তৈরি হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, এই প্রযুক্তি আগামী পাঁচ বছরের মধ্যে সামরিক বাহিনীতে ব্যবহার উপযোগী হবে। কোয়ান্টাম ঘড়ির নির্ভুল সময় পরিমাপের ক্ষমতা বিভিন্ন খাতে নতুন সম্ভাবনা তৈরি করবে। স্যাটেলাইট ন্যাভিগেশন সিস্টেম, মোবাইল ফোন এবং ডিজিটাল টিভি থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কোয়ান্টাম বিজ্ঞানের গবেষণায় এটি বিপ্লব ঘটাতে পারে। উদাহরণস্বরূপ, অত্যন্ত নির্ভুল সময় নির্ধারণ কৃত্রিম উপগ্রহের মাধ্যমে আরও কার্যকর যোগাযোগ নিশ্চিত করতে পারবে। যুক্তরাষ্ট্র এবং চীন কোয়ান্টাম গবেষণায় ব্যাপক বিনিয়োগ করছে। গুগল স¤প্রতি একটি নতুন কোয়ান্টাম কম্পিউটিং চিপ তৈরি করেছে, যা কয়েক মিনিটে এমন কাজ করতে পারে যা প্রচলিত সুপারকম্পিউটারদের জন্য কয়েক ট্রিলিয়ন বছর সময় লাগবে। এছাড়াও, গত পাঁচ বছরে সরকারি ও বেসরকারি খাতে প্রায় ২০ বিলিয়ন ডলারের বিনিয়োগ হয়েছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, ভবিষ্যতে গবেষণা কার্যক্রমের মাধ্যমে এই প্রযুক্তির আকার ছোট করা হবে, যাতে এটি গণউৎপাদনের জন্য উপযোগী হয়। এর ফলে, সামরিক যানবাহন এবং বিমানে এই প্রযুক্তি ব্যবহার করা যাবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com