• শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৬:১৬

কোহলিকে কেউ খুজে পাবে না বিদায়ের পর

প্রতিনিধি: / ৫২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

স্পোর্টস: ভিরাট কোহলির ধ্যান-জ্ঞান জুড়ে কেবলই ক্রিকেট। তবে, একটা সময় আসবে যখন প্রিয় খেলাটি ছাড়তে হবে, জানেন ভারতীয় গ্রেট। সেই শেষের আগ পর্যন্ত মন ভরে খেলতে চান তিনি, রাখতে চান না কোনো অতৃপ্তি। তারপর? মজা করে তিনি বললেন, একবার বিদায় বলে দিলে লম্বা সময় তাকে কেউ খুঁজেই পাবে না। ২০০৬ সাল থেকে পেশাদার ক্রিকেট শুরু কোহলির। দুই বছর পর তিনি পা রাখেন আন্তর্জাতিক আঙিনায়। সময়ের সঙ্গে নিজেকে গ্রেট ব্যাটসম্যানদের একজন হিসেবে গড়ে তুলেছেন তিনি। তার কাছ থেকে তাই সবার প্রত্যাশাও অনেক বেশি। ৩৫ বছর বয়সে এসেও নিজের সেরাটা দিয়ে যাচ্ছেন কোহলি। চলতি আইপিএলেই যেমন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সি গায়ে রানের ¯্রােত বইয়ে চলেছেন তিনি। এখন পর্যন্ত ১৩ ম্যাচে এক সেঞ্চুরি ও পাঁচ ফিফটিতে তার রান ৬৬১। আসরে ৬০০ রানও করতে পারেননি আর কেউ। আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার কাছ থেকে দলের প্রত্যাশা অনেক। ধারাবাহিকভাবে নিজের সেরাটা কীভাবে দিয়ে যাচ্ছেন কোহলি, কোথা থেকে আসে সবসময় ভালো খেলার তাড়না, বেঙ্গালুরুর ‘এক্স’ অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওতে সেটা তুলে ধরার চেষ্টা করলেন ভারতীয় কিংবদন্তি। “খুবই সহজ বিষয়। আমার মতে, খেলোয়াড় হিসেবে আমাদের সবার ক্যারিয়ারেরই একটা শেষ সময় আছে। তাই এখন আমি কেবল আমার কাজ করে যাচ্ছি। এটা ভেবে ক্যারিয়ার শেষ করতে চাই না যে, ‘ওহ, ওই দিনে যদি ওটা করতাম।’ কারণ আমি সারাজীবন খেলে যেতে পারব না। এটা আসলে কোনো কাজ ফেলে না রাখা এবং পরে সেটা নিয়ে অনুশোচনা না করার বিষয়। আর আমি নিশ্চিত, তেমন কিছু আমি করব না।” খেলোয়াড়ি জীবনের পর কীভাবে সময় কাটাতে চান, সেটাও জানিয়ে রাখলেন আন্তর্জাতিক ক্রিকেটে ২৬ হাজার ৭৩৩ রান করা কোহলি। “যখন খেলা ছাড়ব, আমি চলে যাব, আপনারা আমাকে অনেক দিনের জন্য দেখবেন না (হাসি)। তাই যতদিন খেলছি, নিজের সবটুকু উজাড় করে দিতে চাই। আর এটাই আমাকে খেলা চালিয়ে যেতে তাড়না যোগায়।”


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com